Ration Card: রেশন কার্ড নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের! কোটি কোটি মানুষের নাম বাতিল! বিনামূল্যে আর রেশন পাবেন না কারা? জানুন বিস্তারিত
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Ration Card: রাজ্যে এক ধাক্কায় কমল কোটি কোটি রেশন কার্ড। খাদ্য দফতর সূত্রে খবর প্রায় দুই কোটি রেশন কার্ড বাতিল করল দফতর।
কলকাতা: রাজ্যে এক ধাক্কায় কমল কোটি কোটি রেশন কার্ড। খাদ্য দফতর সূত্রে খবর প্রায় দুই কোটি রেশন কার্ড বাতিল করল দফতর। এই মুহূর্তে রাজ্যে মোট রেশন কার্ডের সংখ্যা ৮ কোটি ৮১ লক্ষ। আগে এই সংখ্যাটি ছিল ১০ কোটি ৫৬ লক্ষ। প্রায় ২ কোটি রেশন কার্ড বাতিল হওয়ায় বিপুল পরিমান অর্থ সাশ্রয় হল রাজ্যের।
খাদ্য দফতর সূত্রে খবর এই দুই কোটি রেশন কার্ড বাতিল হলে রাজ্যের আর্থিক সাশ্রয় হতে চলেছে আনুমানিক ২ হাজার কোটি টাকা। কারা আছেন এই তালিকায়? জানা যাচ্ছে, নয়া তালিকায় ব্যাড গিয়েছে মৃত ব্যক্তিদের নাম। একজনের নামে দুটো কার্ড রয়েছে এমন ক্ষেত্রেও নিষ্ক্রিয় করা হয়েছে অতিরিক্ত কার্ড।
advertisement
advertisement
রেশন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে তৎপর রাজ্য সরকার। করোনার সময় থেকেই কেন্দ্র ও রাজ্য দুই সরকারই সাধারণ রেশন কার্ড গ্রাহকদের বিনামূল্যে বিপুল পরিমাণ খাদ্যশস্য দিচ্ছে। কিন্তু তা অপব্যবহার ঠেকাতে কেন্দ্র ও জন্য উভয় স্তরেই তৎপরতা শুরু হয়েছে। আর তাতেই প্রায় ২ কোটি ভুয়ো রেশন কার্ড চিহ্নিত হয়েছে এই রাজ্যে। যেগুলি বাতিল করল সরকার।
advertisement
সরকারি সূত্রে জানানো হয়েছে বাতিল কার্ডগুলি ইতিমধ্যেই নিষ্ক্রিয় করা হয়েছে। এমনটাই আজ বিধানসভায় জানান রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ফলে এই ২ কোটি রেশন কার্ডের মালিকরা আর রেশন পাবেন না। এর সুফল পাবে রাজ্য সরকার। এর দরুন রাজ্য কোষাগারে অনেকটাই সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
ভুয়ো রেশন কার্ড নিয়ে অনেকদিন ধরেই সরকারের কাছে অভিযোগ আসছিল। কখনও মৃত ব্যক্তির নামে রেশন কার্ড থেকে যাওয়া আবার কখনও একজনের নামেই একাধিক রেশন কার্ডে বিনামূল্যে খাদ্যশস্য ওঠার খবর পাচ্ছিল সরকার। আর তারপরই কড়া পদক্ষেপ করা হয়। প্রায় ২ কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল হওয়ার পর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বৈধ মোট রেশন কার্ডের সংখ্যা ৮ কোটি ৮১ লক্ষ।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2023 5:29 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Ration Card: রেশন কার্ড নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের! কোটি কোটি মানুষের নাম বাতিল! বিনামূল্যে আর রেশন পাবেন না কারা? জানুন বিস্তারিত