PVR INOX To Shut Down Cinemas: কোটির লোকসান! ৫০টি স্ক্রিন বন্ধ করবে পিভিআর-আইনক্স, সিনেমাপ্রেমীদের মাথায় হাত!

Last Updated:

PVR INOX To Shut Down Cinemas: ৫০টি স্ক্রিন বন্ধ করে দিতে চলেছে মাল্টিপ্লেক্স চেন অপারেটর পিভিআর-আইনক্স। আগামী ৬ মাসের মধ্যেই ধীরে ধীরে স্ক্রিনগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সিনেমা হল
সিনেমা হল
সিনেমাপ্রেমীদের মাথায় হাত। ৫০টি স্ক্রিন বন্ধ করে দিতে চলেছে মাল্টিপ্লেক্স চেন অপারেটর পিভিআর-আইনক্স। আগামী ৬ মাসের মধ্যেই ধীরে ধীরে স্ক্রিনগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
মার্চ ত্রৈমাসিকে ৩৩৩ কোটি টাকার লোকসান হয়েছে পিভিআর-আইনক্সের। অবশ্য ডিসেম্বর ত্রৈমাসিকে ১৬.১ কোটি টাকার লাভ হয়েছিল কোম্পানির। কিন্তু তার আগের মার্চ ত্রৈমাসিকে ১০৫ কোটি টাকার লোকসানও হয়।
advertisement
এই বছরের শুরুর দিকে ভারতের শীর্ষ দুই মাল্টিপ্লেক্স অপারেটর মিশে যায়। তৈরি হয় নতুন কোম্পানি। কিন্তু সেই কোম্পানিও লাভের মুখ দেখেনি। ১০৫.৮ মিলিয়ন রুপি লোকসান হয়। একাধিক সিনেমা মোটেই ব্যবসা করতে পারেনি। সেই কারণেই আগামী ৬ মাসের মধ্যে ৫০টি স্ক্রিন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিভিআর-আইনক্স।
advertisement
করোনা অতিমারীর সময় দেশের প্রায় সব সিনেমা হলই বন্ধ ছিল। লাটে উঠেছিল ব্যবসা। লকডাউনের সেই সময়ে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে স্ট্রিমিং। সেই ধাক্কা সামলে উঠতে পারেনি সিঙ্গল স্ক্রিন। শহরের একাধিক সিনেমা হল চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। এবার একই অবস্থা পিভিআর-আইনক্সেরও।
advertisement
গত বছরের মার্চে পিভিআর লিমিটেড এবং আইনক্স লিজার লিমিটেড মিশে যায়। তৈরি হয় দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন। নাম হয় পিভিআর-আইনক্স লিমিটেড। সারা দেশে এর ১,৫০০-র বেশি স্ক্রিন ছিল। কিন্তু করোনা অতিমারীর কারণে সিনেমা শিল্প যে ক্ষতির মুখে পড়ে, একীভূতকরণ করেও তা থেকে রক্ষা পাওয়া যায়নি। একীভূত হওয়ার পর উভয় সংস্থার রাজস্ব ১০০০ কোটিতে নেমে আসে। ডিসেম্বরে ‘অবতার: ওয়ে অফ ওয়াটার’ এবং জানুয়ারিতে শাহরুখ খানের ‘পাঠান’ ভাল ব্যবসা করে। কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চে আসা হিন্দি ছবিগুলো বক্স অফিসে চমকপ্রদ কিছু করতে পারেনি।
advertisement
তবে এত কিছুর পরেও গত আর্থিক বছরে, পিভিআর এবং আইনক্স ৩০টি থিয়েটারে ১৬৮টি নতুন স্ক্রিন চালু করেছে। ২০২৪ অর্থবর্ষে কোম্পানি ১৫০ থেকে ১৭৫টি অতিরিক্ত স্ক্রিন খোলার লক্ষ্যমাত্রা নিয়েছে। কোম্পানির স্ক্রিন পোর্টফোলিওতে বর্তমানে ১৬৮৯টি স্ক্রিন রয়েছে। ৩৮টি ম্যানেজমেন্ট স্ক্রিন। এর মধ্যে ভারত এবং শ্রীলঙ্কার ১১৫টি শহর অন্তর্ভুক্ত।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PVR INOX To Shut Down Cinemas: কোটির লোকসান! ৫০টি স্ক্রিন বন্ধ করবে পিভিআর-আইনক্স, সিনেমাপ্রেমীদের মাথায় হাত!
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement