Property Buying Tips: জমি কেনার আগে অবশ্যই করুন তিন কাজ, না হলে পথে বসতে হবে

Last Updated:

Property buying tips: লক্ষ লক্ষ টাকা দিয়ে কেনা আপনার জমির সঙ্গে জড়িয়ে থাকতে পারে আইনি জ্বটিলতা।

+
title=

বাঁকুড়া: জমি জায়গা কিনতে গিয়ে ঠকে যাওয়ার ভয় হচ্ছে ? ভয় হওয়াটা স্বাভাবিক। জমি সঙ্গে জড়িয়ে থাকতে পারে বিভিন্ন আইনি জ্বটিলতা। দুম করে পছন্দ মত জমি কিনে নিয়ে পরে আপনাকে ছুটতে হতে পারে কোর্ট কাছারিতে। কিম্বা জমি কেনার পর যে দলিল হাতে পেয়েছেন সেই দলিল নকল হলেও হতে পারে। জায়গা কিনতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। তাহলে কি করবেন? উত্তর দিলেন বিশেষজ্ঞ।
জমি জায়গা সংক্রান্ত জ্ঞান কিংবা সচেতনতা সকলের নেই, আর সেই কারণেই জমি কিনতে গিয়ে প্রথমেই কি করতে হবে তা জানতে বাঁকুড়া জেলা আদালতের স্মরনাপন্ন হতে হল। বাঁকুড়া কোর্টের উকিল অতনু দে জানান, জমি কিনতে গেলেই প্রথমেই পরখ করে দেখে নিতে হবে জমির “চেইনডিড” এর প্রথম থেকে শেষ রেকর্ড। যদি পৈতৃক জমি হয় তাহলে জমির পর্চা দেখে বিচার করে নিতে হবে কতবার হস্তান্তরিত হয়েছে জায়গাটি। এছাড়াও দেখে নিতে হবে আর এস এ, সি এস এ এবং এল আর এ কার নামে রয়েছে।
advertisement
advertisement
এবার আসা যাক দলিলে। বাজারে নকল দলিলের গল্প আমরা প্রায়শই শুনেছি। সেই কারণেই আপনার পায়ের ঘাম মাথায় ফেলে উপার্জন করা অর্থ দিয়ে কেনা শখের জায়গার দলিল যাতে নকল না হয় তার জন্য কি করতে হবে জেনে নিন। নির্দিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল আসল কি নকল তা সার্চ করতে হবে।
advertisement
ন্যূনতম ১২ বছরের রেকর্ড সার্চিং হওয়া প্রয়োজন। এছাড়াও দলিল পরখ করে দেখলেই জানা যাবে আরও আনুষাঙ্গিক বিষয়বস্তুগুলি যেমন, জমিটি কতবার হস্তান্তরিত হয়েছে এবং কার কাছে হস্তান্তরিত হয়েছে। তবে এখানেই শেষ নয়, দলিল আসল হলেও আইনিভাবে কোনও জটিলতা আছে কি’না সেটা বুঝতে এবার নির্দিষ্ট আদালতে গিয়ে চেকিং করতে হবে।
advertisement
এতকিছু করার পরও আপনাকে যেতে হবে বিএলআরও অফিস। বি এল আর ও অফিসে গিয়ে আবারও পরীক্ষা করা হবে জমির “ইন ডিটেইল” রেকর্ড। পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার মাধ্যমে জানা যাবে জমির মালিক পৈত্রিক সূত্রে জমি পেয়েছেন না কিনেছেন এবং যদি তিনি এই জমি কিনে থাকেন তাহলে জমির আগের মালিক কি ছিল অথবা কি রেকর্ড ছিল এই জমির।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Property Buying Tips: জমি কেনার আগে অবশ্যই করুন তিন কাজ, না হলে পথে বসতে হবে
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement