Poultry Farm: কম পুঁজিতেই দারুণ লাভ! কৃষিকাজ ছেড়ে করুন এই চাষ, মালামাল হবেন আপনিও
- Reported by:RANJAN CHANDA
- hyperlocal
Last Updated:
এই মুরগি পালনে দারুণ লাভ, কীভাবে জানুন
পশ্চিম মেদিনীপুর: প্রথাগতভাবে ধান চাষ কিংবা অন্যান্য চাষ নয়। বাড়িতে সামান্য পরিচর্যা ও স্বল্প খরচে খুব অল্পদিনে এই চাষ করে মালামাল হতে পারবেন আপনিও, অল্প দিনেই বেশ কয়েক গুণ লাভ জুটবে এই চাষ করলে। প্রাথমিকভাবে পশ্চিম মেদিনীপুরের পিংলার দুই ব্যক্তি বিশেষ প্রজাতির মুরগি চাষ করে দিশা দেখাচ্ছেন বিকল্প আয়ের।
দু’চার কেজি নয়, এক একটি মুরগির ওজন ১৫ থেকে ২০ কেজি। খেতে দুর্দান্ত, অসাধারণ টেস্ট এই বিশেষ প্রজাতির মুরগির। মাংস প্রতি কেজি ৫০০ টাকারও বেশি দরে বিক্রি হয়, মুরগি থেকে পাওয়া ডিমগুলো বিক্রি হয় প্রায় চল্লিশ টাকা প্রতি পিস। তাই খুব স্বল্প পুঁজি দিয়ে এই মুরগির প্রতিপালন শুরু করলে অল্প দিনেই বেশ মোটা অংকের লাভের মুখ দেখতে পারবেন আপনিও।
advertisement
advertisement
পিংলা থানার সুতছাড়া এলাকার বাসিন্দা সমীর মল্লিক, আবুকার সাহা দুই ব্যক্তি শুরু করেছেন টার্কি ও সিল্কি মুরগির চাষ। সামান্য পরিচর্যায় এই বিশেষ প্রজাতির মুরগি প্রায় ১৫ থেকে ২০ কেজি পর্যন্ত ওজন হয়। বাজারে প্রতি কেজি বিক্রি হয় কেজি প্রতি প্রায় ৫০০ টাকারও বেশি।তাই সামান্য পুঁজিতে ব্যবসা শুরু করলে কম দিনে বেশ লাভ মিলবে।
advertisement
প্রসঙ্গত, হুগলি জেলার বালি থেকে এই ব্রিড নিয়ে এসে নিজের বাড়িতেই প্রতিপালন শুরু করেন এই দুই ব্যক্তি। প্রতি পিস ব্রিড কেনেন চারশ থেকে সাড়ে চারশ টাকা দরে। পরিচর্যা বলতে সামান্য লক্ষ নজর। বিশেষ কোনও খাবার নয়, যেকোনও খাবার খেতে অভ্যস্ত এই মুরগি। মাত্র মাস ছয়েকের মধ্যেই ভাল ওজনের হয় এই মুরগি।
advertisement
দেখতে কাছাকাছি ময়ূরের মত হলেও খেতে বেশ সুস্বাদু এই মুরগির মাংস। প্রচলিত গ্রাম বাংলায় এই মুরগির চাষ হয় না বললেই চলে। স্বাভাবিকভাবে বাজারে বেশি দামও রয়েছে এই মুরগির। পুষ্টিগুণ সম্পন্ন টার্কি এবং সিল্কির বাজার দর ভাল থাকায় বেশ লাভ জুটছে এই মুরগির চাষ করে। তাই প্রথাগতভাবে ধান চাষের পরিবর্তে বিকল্প আয়ের উৎস হিসেবে এই মুরগির চাষ করে লাভের বিষয় দেখাচ্ছেন এই দুই ব্যক্তি।
advertisement
রঞ্জন চন্দ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2024 3:28 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Poultry Farm: কম পুঁজিতেই দারুণ লাভ! কৃষিকাজ ছেড়ে করুন এই চাষ, মালামাল হবেন আপনিও