Business Idea: এই ব্যবসায় মাত্র ২ লক্ষ টাকা বিনিয়োগ করে বার্ষিক কোটি টাকা পর্যন্ত আয়ের সুযোগ, পাওয়া যাবে সরকারি সাহায্য
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Profitable business idea: সঠিকভাবে ব্যবসা পরিচালনা করলে মাসিক কয়েক লক্ষ টাকা থেকে শুরু করে বার্ষিক কোটি টাকা পর্যন্ত আয় করা সম্ভব।
#নয়াদিল্লি: আমাদের মধ্যে অনেকেই নিজের ব্যবসা শুরু করতে চান কিন্তু কেমন ধরনের বিজনেস শুরু করলে খুব সহজেই লাভের মুখ দেখা যাবে তা ঠিক স্থির করতে পারেন না। কী ধরনের ব্যবসার মার্কেটে চাহিদা রয়েছে এবং কোথায় ঝুঁকি কম হবে ইত্যাদি প্রশ্ন থেকেই যায়। আজ এমন একটি লাভদায়ক বিজনেস আইডিয়া (Profitable Business Idea) নিয়ে আলোচনা হচ্ছে যেখান বছরে এক কোটি টাকা পর্যন্ত আয় করা যেতে পারে। আজকের বাজারে নিজের ব্যবসা (Starting Own Business) শুরু করার সবচেয়ে ভালো বিকল্প হল ইটের ভাটা (Brick Making Business)। এই ব্যবসা শুরু করতে শুধুমাত্র একখণ্ড ফাঁকা জায়গা এবং স্বল্প বিনিয়োগের প্রয়োজন হয়।
ইট বানানোর ব্যবসায় নামতে মাত্র ১০০ গজ জমি এবং ন্যূনতম ২ লক্ষ টাকা বিনিয়োগের প্রয়োজন হয়। সঠিকভাবে ব্যবসা পরিচালনা করলে মাসিক কয়েক লক্ষ টাকা থেকে শুরু করে বার্ষিক কোটি টাকা পর্যন্ত আয় করা যায়।
advertisement
অটোমেটিক মেশিনের ব্যবহার
advertisement
প্রযুক্তির দ্রুত গতিতে উন্নত হওয়ায় বর্তমানে ইট বানানোর জন্য অটোমেটিক মেশিন পাওয়া যায়। এই মেশিনের দাম যদিও ১০ থেকে ১২ লক্ষ টাকা কিন্তু এই মেশিন কিনতে পারলে ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কাঁচামালের মিশ্রণ থেকে শুরু করে ইট বানানো, মেশিনের সাহায্যে সব কিছু দ্রুত হয়ে যায়। একটি অটোমেটিক মেশিন ঘণ্টায় এক হাজার পর্যন্ত ইট বানাতে সক্ষম অর্থাৎ এক মাসে ৩-৪ লক্ষ ইট বানানোর ক্ষমতা রাখে।
advertisement
সরকারি লোনের সুবিধা
ব্যাঙ্ক থেকে লোন নিয়েও ইট ভাটার ব্যবসা শুরু করা যেতে পারে। প্রধানমন্ত্রী রোজগার যোজনা বা মুখ্যমন্ত্রী যুব স্ব-রোজগার যোজনার অধীনে এই ব্যবসা শুরু করার জন্য সহজেই ঋণের সুবিধা পাওয়া যেতে পারে। এছাড়া মুদ্রা ঋণের বিকল্পও রয়েছে।
advertisement
পাহাড়ি অঞ্চলের চাহিদা
মাটির অভাবে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের মতো রাজ্যে ইট তৈরি হয় না। এই কারণে উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাবের মতো রাজ্য থেকে ইট আনানো হয় যেখানে পরিবহনে অনেক খরচ হয় । এই পরিস্থিতিতে এজাতীয় পাহাড়ি অঞ্চলগুলিতে উদ্যোগীদের জন্য অনেক বড় একটা মার্কেট খোলা রয়েছে। মাটির অভাব থাকায় কাঁচামাল হিসেবে সিমেন্ট ও পাথরকুচি ব্যবহার করে ইট তৈরির ব্যবসা শুরু করলে তা খুবই লাভজনক হতে পারে।
Location :
First Published :
November 18, 2021 8:42 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: এই ব্যবসায় মাত্র ২ লক্ষ টাকা বিনিয়োগ করে বার্ষিক কোটি টাকা পর্যন্ত আয়ের সুযোগ, পাওয়া যাবে সরকারি সাহায্য