#মুম্বই: মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও-র জন্য এবার দারুণ খবর ৷ ফেসবুকের পর এবার আরও এক মার্কিন সংস্থা বিশাল অঙ্কের বিনিয়োগের কথা ঘোষণা করল সোমবার ৷ মার্কিন বেসরকারি ইক্যুইটি ফার্ম Silver Lake জিও প্ল্যাটফর্মগুলিতে ৪.৯৯ লক্ষ কোটি টাকার ইক্যুইটি মূল্যে ১.১৫% শেয়ারের জন্য ৫,৬৫৫.৭৫ কোটি টাকা বিনিয়োগ করবে ৷ ফেসবুকের চুক্তির দু’সপ্তাহ যেতে না যেতেই আরও একটা বড় চুক্তির ঘোষণা অবশ্যই সুখবর জিও-র জন্য ৷
RIL & Jio Platforms announce that Silver Lake will invest ₹5,655.75 cr into Jio Platforms. This investment values Jio Platforms at an equity value of ₹ 4.90 lk cr & an EV of ₹ 5.15 lk cr & represents a 12.5% premium to eq valuation of Facebook investment announced on April 22 pic.twitter.com/aAv6NOG99i
RIL এবং জিও-র একটি যৌথ বিবৃতিতে সোমবার জানানো হয়েছে, "রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জিও প্ল্যাটফর্মস লিমিটেডের পক্ষ থেকে আজ ঘোষণা করা হয়েছে যে সিলভার লেক জিও প্ল্যাটফর্মগুলিতে ৫,৬৫৫.৭৫ কোটি টাকা বিনিয়োগ করবে। এই বিনিয়োগ জিও প্ল্যাটফর্মগুলিতে ৪.৯০ লক্ষ কোটি টাকার ইক্যুয়িটি মূল্যে এবং ৫.১৫ লক্ষ কোটি টাকা এন্টারপ্রাইজ মূল্যে ১২.৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত ৷
advertisement
Mukesh Ambani says he’s delighted to welcome silver lake as a valued partner in continuing to grow & transform Indian digital ecosystem. He adds, Reliance is excited to leverage insights from their global technology relationships for the Indian digital society’s transformation pic.twitter.com/96A6Tkr9sr
জিও প্ল্যাটফর্মগুলি পরবর্তী প্রজন্মের প্রযুক্তিগুলির উপরেই এখন বেশি ফোকাস করছে ৷ সংস্থার ৩৮৮ মিলিয়নরও বেশি গ্রাহকদের কানেক্টিভিটির মাধ্যমগুলি বাড়ানোই হল সংস্থার লক্ষ্য ৷ জিও-তে ৫,৬৫৬ কোটি টাকার বিনিয়োগ করে ১.১৫ শতাংশ শেয়ার কিনেছে পৃথিবীর এই বৃহত্তম প্রযুক্তি বিনিয়োগ সংস্থাটি। ভারতে এটাই SLP-র প্রথমবার সবচেয়ে বড় বিনিয়োগ। এর আগে ট্যুইটার, আলিবাবা, ডেল টেকনোলজিস-সহ একাধিক বড় সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে সিলভার লেক পার্টনার্স। করোনা পরিস্থিতির মধ্যেই জিওর সঙ্গে সিলভার লেক পার্টনার্সের এই বিনিয়োগ বড় পদক্ষেপ বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
ফেসবুকের পর এবার Silver Lake, জিও-তে ৫,৬৫৫ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা মার্কিন ইক্যুয়িটি ফার্মের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর