নিঃশব্দে মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে জিরে, কত উঠবে দাম? বিরাট আশঙ্কা ব্যবসায়ীদের

Last Updated:

গোটা জিরের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ কমদামে গুঁড়ো জিরে বাজার ছেয়ে গিয়েছে।

জিরের দামও অগ্নিমূল্য৷
জিরের দামও অগ্নিমূল্য৷
কলকাতা: বাজারের দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে,তাতে হেঁসেলে টান পড়ছে সাধারণ মানুষের।ভোজ্য তেলের দাম নাগালের মধ্যে এলেও ঊর্ধ্বমুখী সবজি থেকে শুরু করে বিভিন্ন মশলার দাম।
যখনই মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে যায়, তখনই বাজারে ভেজালের কারবার বাড়তে থাকে। সবার অলক্ষে  আস্তে আস্তে জিরে, পোস্তর মতো মশলাগুলি সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে।
advertisement
বাজারে এই মুহূর্তে গোটা সাধারণ জিরের দাম প্রতি কেজি ৮০০থেকে ৮৫০ টাকা। তবে জিরের দাম মাস খানেকের মধ্যে এক হাজার টাকা প্রতি কেজিতে পৌঁছনর সম্ভাবনা রয়েছে বলে বক্তব্য পোস্তা বাজারের ব্যবসায়ীদের। কিন্তু কেন এতটা চড়া জিরের দাম? খোঁজ নিয়ে জানা গেল, গতবার প্রাকৃতিক দুর্যোগ এবং বৃষ্টির জন্য জিরের ফলনে কম হয়েছিল। এবার জিরের ফলন গতবারের থেকে বেড়েছে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে অত্যধিক অনাবৃষ্টির জিরের ফলন একেবারে হয়নি বলা চলে। যার ফলে সেই দেশগুলিতেও জিরে রপ্তানি বেড়েছে।
advertisement
জিরের মধ্যে স্বাস্থ্যসম্মত ভেষজ গুণ রয়েছে। ফলে ভেষজ ওষুধ প্রস্তুতের জন্যেও জিরের চাহিদা এই মুহূর্তে তুঙ্গে। তবে রাজস্থানের বাইরে অন্যান্য রাজ্যে জিরের উৎপাদন অনেকটাই কম হয়েছে। যার ফলে জিরের দাম এই মুহূর্তে হু হু করে বাড়ছে। গত দু মাসে জিরের দাম প্রতি কেজি আড়াইশো টাকার বেশি বেড়েছে।  তবে জিরের দাম কমানো নিয়ে সরকারিভাবে এখনও পর্যন্ত সেরকম তৎপরতা নেই। ব্যবসায়ীদের বক্তব্য, সরকার যদি জিরের দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা না নেয়, তাহলে আগামী দিনে মানুষ জিরের স্বাদ থেকে বঞ্চিত হবে।
advertisement
এই মুহূর্তে বাজারে প্যাকেট ভাল মানের জিরে বিক্রি হচ্ছে ৯০০-৯৫০ টাকা কেজিতে।  আবার বাজারে মধ্যমানের জিরেও বিক্রি হচ্ছে। যেগুলি সম্পূর্ণভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন নয়। এই জিরেই এখন ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নিঃশব্দে মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে জিরে, কত উঠবে দাম? বিরাট আশঙ্কা ব্যবসায়ীদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement