North Bengal Heavy Rain Alert: খারাপ হবে পরিস্থিতি! ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে, ধস নামারও সম্ভাবনা... যা জানাল হাওয়া অফিস
- Published by:Rachana Majumder
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
North Bengal Heavy Rain Alert: পাহাড়ের বিভিন্ন জায়গায় ধস নামার আশঙ্কা করা হয়েছে।
advertisement
advertisement
দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে আজ। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। কলকাতাতেও কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
উত্তরবঙ্গে বাড়ছে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা।
advertisement
advertisement
advertisement
কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৪ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে ২৭.২ মিলিমিটার।
advertisement
advertisement
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও বিদর্ভ এলাকায়। ওড়িশা উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ, কঙ্কন, গোয়া, কেরালা, মাহে এবং রাজস্থানে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি-সহ দেশের বিভিন্ন এলাকায়। শুক্রবারের পর বৃষ্টি বাড়তে পারে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
advertisement
বাংলা পেরিয়ে আরও খুব দ্রুত এগিয়ে চলল বর্ষা। খুব দ্রুত সারাদেশ কভার করে প্রায় শেষ পর্যায়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। মৌসুমী অক্ষরেখা যোধপুর, শিখর, নারনাউল ও ফিরোজপুরের উপর অবস্থান করছে। আগামী দু' তিন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাত, রাজস্থানের আরও কিছু অংশ এবং হরিয়ানা, পঞ্জাবের বাকি অংশে ঢুকে পড়বে।