জরুরি খবর! ১ অক্টোবর থেকে পুরনো চেক বুক বন্ধ করতে চলেছে PNB, সমস্যা হতে পারে টাকা লেনদেনে

Last Updated:

ব্যাঙ্কের গ্রাহকরা অনলাইনেও নতুন চেক বুকের জন্য আবেদন করতে পারবেন ৷

#নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) গ্রাহকদের জন্য অত্যন্ত জরুরি খবর ৷ দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্ক পিএনবি তাদের পুরনো চেক বুক ১ অক্টোবর বন্ধ করতে চলেছে ৷ ব্যাঙ্কের তরফে ট্যুইট করে গ্রাহকদের এই বিষয়ে জানানো হয়েছে ৷ ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স (OBC), ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (UBI) পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে মার্জ করা হয়েছে ৷ এর জেরে গ্রাহকদের চেকবুক ও এমআইসিআর কোড (MICR Code) বদলে গিয়েছে ৷
১ অক্টোবর থেকে বন্ধ হয়ে যাবে পুরনো চেক বুক
পিএনবি-র তরফে ট্যুইট করে জানানো হয়েছে, ১ অক্টোবর থেকে  ওবিসি ও ইউবিআই-এর পুরনো চেক বুক কাজ করবে না ৷ গ্রাহকদের বলা হয়েছে, যাঁদের কাছে ওবিসি ও ইউবিআই ব্যাঙ্কের পুরনো চেক বুক রয়েছে, তাঁরা যাতে নতুন চেক বুক নিয়ে রিপ্লেস করে নেয় ৷ কারন ১ অক্টোবর থেকে পুরনো চেক কাজ করবে না ৷ নতুন চেক বুকে পিএনবি-র আপডেটেড আইএফএসসি কোড ও এমআইসিআর থাকবে ৷
advertisement
advertisement
নতুন চেক বুকের জন্য গ্রাহকদের ব্যাঙ্কের শাখায় যেতে হবে ৷ এছাড়া ব্যাঙ্কের গ্রাহকরা অনলাইনেও নতুন চেক বুকের জন্য আবেদন করতে পারবেন ৷ ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে চেকবুকের জন্য আবেদন করতে পারবেন ৷ আগামী দিনে চেকের মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে যাতে সমস্যায় না পড়তে হয় তার জন্য নতুন চেক বুক নিতে হবে ৷ এই সংক্রান্ত আরও বিস্তারিত জানতে ফোন করতে পারেন 18001802222 টোল ফ্রি নম্বরে ৷
advertisement
এমআইসিআর একটি ৯ অঙ্কের কোড ৷ এই কোড সেই সমস্ত ব্যাঙ্কে শাখাগুলিকে চিহ্নিত করে যেগুলি ইলেক্ট্রনিক ক্লিয়ারিং সিস্টেমে ভাগ নিয়ে থাকে ৷ এই কোডে ব্যাঙ্ক কোড, অ্যাকাউন্টের বিবরণ, টাকা ও চেক নম্বরের মতো ডিটেল থাকে ৷ চেকের নীচের দিকে এই নম্বরটি দেওয়া থাকে ৷ এই ৯ অঙ্কের কোডের প্রথম তিনটি অঙ্ক শহর, পরের তিনটি ব্যাঙ্কের এবং শেষ তিনটি ব্রাঞ্চ কোড হয় ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জরুরি খবর! ১ অক্টোবর থেকে পুরনো চেক বুক বন্ধ করতে চলেছে PNB, সমস্যা হতে পারে টাকা লেনদেনে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement