PNB-র এই বিশেষ সেভিংস স্কিমে মিলছে অনেক বেশি সুদের হার !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কী কী শর্ত রয়েছে -
#নয়াদিল্লি: দেশের দ্বিতীয় সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) প্রবীণ নাগরিকদের জন্য নিয়ে এসেছে একটি বিশেষ স্কিম ৷ অন্যান্য ব্যাঙ্কের মতো এখানেও সেভিংস অ্যাকাউন্টের সুবিধা পেয়ে থাকেন গ্রাহকরা ৷ পিএনবি-তে সিনিয়র সিটিজেনদের জন্য একাধিক স্কিম রয়েছে ৷
এর মধ্যে একটি স্কিম হল পিএনবি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (PNB Senior Citizen Saving Scheme) ৷ ব্যাঙ্ক এই স্কিমের মাধ্যমে প্রবীণ নাগরিকদের ইনভেস্ট করার সুবিধা দিচ্ছে ৷ অরসরপ্রাপ্ত নাগরিকরা এই স্কিমের লাভ নিতে পারবেন ৷ এই স্কিমে ইনভেস্ট করে প্রবীণ নাগরিকরা কম টাকা ইনভেস্ট করে বিপুল রিটার্ন পেতে পারেন ৷
advertisement
প্রত্যেক ত্রৈমাসিকে সরকারের তরফে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার ঘোষণা করা হয় ৷ বর্তমানে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই স্কিমে ৭.৪ শতাংশ সুদ দিচ্ছে ৷
advertisement
কী কী শর্ত রয়েছে -
>> এই স্কিমে ন্যূনতম ১০০০ টাকা জমা করতে হবে ৷ অধিকতম ১৫ লক্ষ টাকা জমা করা যেতে পারে ৷
>> স্কিমের ম্যাচিউরিটি পিরিয়ড ৫ বছরের ৷ পরে আরও ৩ বছরের জন্য তা বাড়ানো যেতে পারে ৷
advertisement
>> এই স্কিমে একজনের বেশি নমিনি রাখা যেতে পারে ৷
>> এই স্কিমের জন্য গ্রাহকের বয়স ৬০ বছর বা তার বেশি হতে হবে ৷
>> ভিআরএস নিয়ে থাকলে এবং সেই ব্যক্তির বয়স ৫৫ বছর বা তার বেশি হলে তিনি এই স্কিমের সুবিধা নিতে পারবেন ৷
>> ডিফেন্স সার্ভিস পার্সোনালের জন্য বিশেষ ছাড় রয়েছে ৷ ৫০ বছর বা তার বেশি বয়স থেকে এই স্কিমের সুবিধা পাবেন তাঁরা ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 04, 2021 11:23 PM IST