সস্তায় হাজার হাজার বাড়ি বিক্রি করছে PNB!
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
পিএনবি (PNB) তাদের অফিশিয়াল ট্যুইট হ্যান্ডেলে ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছে ৷
#নয়াদিল্লি: সস্তায় বাড়ি ও প্রোপার্টি কেনার প্ল্যান থাকলে আপনার কাছে রয়েছে দারুণ সুযোগ ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) শীঘ্রই প্রোপার্টির নিলামি করতে চলেছে ৷ এর মধ্যে রেসিডেনশিয়াল, কর্মাশিয়াল ও ইন্ডাস্ট্রিয়াল সব ধরনের প্রোপার্টি সামিল রয়েছে ৷ IBAPI (Indian Banks Auctions Mortgaged Properties Information) এর তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷ এই সমস্ত প্রোপার্টি ব্যাঙ্কের ডিফল্ট লিস্টে রয়েছে ৷
পিএনবি ট্যুইট করে জানিয়েছে- পিএনবি (PNB) তাদের অফিশিয়াল ট্যুইট হ্যান্ডেলে ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছে ৷ ট্যুইটে লেখা ছিল ১৫ মে, ২০২১ ব্যাঙ্ক ওভারসিজ ও বাণিজ্যিক সম্পত্তির ই নিলামি করা হয়েছে ৷ এখানে উচিৎ মূল্যের প্রোপার্টি কিনতে পারবেন ৷
Participate for the best prices! Get residential and commercial property through PNB e-Auction being held on 12th May 2021. To know more, visit e-Bikray Portal: https://t.co/N1l10s1hyq pic.twitter.com/Rs6x4lg5Xk
— Punjab National Bank (@pnbindia) May 11, 2021
advertisement
advertisement
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ১০,৮৮৩টি রেসিডেনশিয়াল প্রোপার্টি রয়েছে ৷ এছাড়া ২৪৪৭ কমার্শিয়াল প্রোপার্টি, ১২১৮ ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি, ৭১ এগ্রিকালচার প্রোপার্টি ৷ এই সমস্ত প্রোপার্টির নিলামি ব্যাঙ্কের তরফে করা হবে ৷
প্রোপার্টির নিলামির বিষয়ে বিস্তারিত জানার জন্য https://ibapi.in/ লিঙ্কে ক্লিক করতে হবে ৷ ব্যাঙ্কের অনুযায়ী, এই সম্পত্তির ফ্রিহোল্ড বা লিজহোল্ড হওয়ায়, স্থান, মাপ-সহ অন্য তথ্য নিলামির জন্য জারি নোটিসে দেওয়া থাকে ৷ ই-নিলামির মাধ্যমে প্রোপার্টি কিনতে চাইলে ব্যাঙ্কে গিয়ে প্রক্রিয়া ও প্রোপার্টি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন ৷
advertisement
যে সমস্ত প্রোপার্টির মালিকরা তাদের লোন শোধ দিতে না পারায় ৷ তাদের বাড়ি, জমি ব্যাঙ্ক কব্জায় নিয়ে নেয় ৷ ব্যাঙ্কের তরফে সময় সময়ে এরকম প্রোপার্টির নিলামি করা হয়ে থাকে ৷ প্রোপার্টি নিলাম করে ব্যাঙ্ক তাদের বকেয়া টাকা তুলে নেয় ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2021 5:36 PM IST