PM Modi On UPI Transaction: নগদের বদলে ডিজিটাল লেনদেন বৃদ্ধি, আনন্দ প্রকাশ করে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

Last Updated:

PM Modi On UPI Transaction: বিগত কয়েকবছর যাবত ধরে ডিজিটাল লেনদেনের ওপরই বার বার জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

নগদের বদলে ডিজিটাল লেনদেন বৃদ্ধি, আনন্দ প্রকাশ করে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
নগদের বদলে ডিজিটাল লেনদেন বৃদ্ধি, আনন্দ প্রকাশ করে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
#নয়াদিল্লি: এবার বুঝি তাঁর স্বপ্নের বাস্তবায়ণ হতে চলেছে। সে নোটবন্দি হোক কিংবা ডিজিটাল অর্থাৎ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে লেনদেন। নগদ লেনদেনের কালোবাজারি রুখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী। বিগত কয়েকবছর যাবত ধরে ডিজিটাল লেনদেনের ওপরই বার বার জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে নগদ লেনদেনের ফলে গোটা দেশ জুড়ে কালোবাজারি রুখতে প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টা যে বেশ গতিতে এগোচ্ছে তার প্রমাণ মিলল হাতে-নাতে (PM Modi On UPI Transaction)।
বর্তমানে সারা দেশে নগদ লেনদেনের বদলে ডিজিটাল অর্থাৎ ইউপিআই (UPI) লেনদেনের তথ্য ঘাঁটলে তার ছবি মিলবে স্পষ্ট। এ নিয়ে আনন্দ প্রকাশ করে গোটা দেশের মানুষকে সম্প্রতি শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী আনন্দ প্রকাশ করে দেশের প্রতিটি নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement
advertisement
এ বিষয়ে সাম্প্রতিক ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) পরিসংখ্যান তাঁর প্রশংসা করতে বাধ্য করেছে। ট্যুইট বার্তায় আনন্দ প্রকাশ করে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি প্রায়শই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এবং ডিজিটাল মোডে লেনদেনের কথা বলেছি। ইউপিআই লেনদেনের ক্রমবর্ধমান প্রবণতাকে কার্যকর জন্য সমস্ত তথ্য অর্থাৎ ডেটা সনিফিকেশনের আশ্রয় নিয়েছেন লেনদেন সম্পন্নকারী নাগরিকরা।’’ এই পদ্ধতি যে তাঁর প্রথম পছন্দের এবং এটি যে খুবই আকর্ষণীয়, স্পষ্ট ভাবে যাবতীয় তথ্য প্রকাশের একমাত্র পথও, সে কথাও এদিন শুভেচ্ছা বার্তায় ব্যক্ত করেন নরেন্দ্র মোদি।
advertisement
advertisement
কিন্তু সত্যিই কি গোটা দেশে ডিজিটাল লেনদেন বৃদ্ধি পেয়েছে?
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) সাম্প্রতিক পরিসংখ্যানই তার জ্বলন্ত প্রমাণ। শুধুমাত্র চলতি বছরের মার্চ মাসেই গোটা দেশে UPI অর্থাৎ ডিজিটাল লেনদেন হয়েছে প্রায় ৯ লক্ষ ৬১ হাজার কোটি টাকার। চলতি ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে এই লেনদেনের পরিমাণ যথাক্রমে ৮ লক্ষ ২৬ হাজার ৮৪৩ কোটি টাকা এবং ৮ লক্ষ ৩১ হাজার ৯৯৩ কোটি টাকা। গত বছরের তুলনায় গোটা দেশে ডিজিটাল লেনদেনের বৃদ্ধি পেয়েছে প্রায় ৯১ শতাংশ।
advertisement
গত বছর যেখানে গোটা দেশে মাত্র ২১৬টি ব্যাঙ্ক ইউপিআই লেনদেন সম্পন্ন করত সেখানে মাত্র এক বছরের ব্যবধানে গোটা দেশে ডিজিটাল লেনদেন সম্পন্নকারী ব্যাঙ্কের সংখ্যা এক ধাক্কায় বেড়ে গিয়েছে অনেকটাই। বর্তমানে গোটা দেশে ৩১৩টি ব্যাঙ্ক এই ডিজিটাল লেনদেনের প্রক্রিয়া সম্পন্ন করছে বলে এনপিসিআই -এর রিপোর্টে তুলে ধরা হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক ওই রিপোর্টে গোটা দেশে আয়তনের দিক থেকে UPI লেনদেন এক বছরে প্রায় ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে। গতবছর যা ছিল ২৭৩.১৬ কোটি, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৪০.৪৬ কোটিতে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Modi On UPI Transaction: নগদের বদলে ডিজিটাল লেনদেন বৃদ্ধি, আনন্দ প্রকাশ করে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement