এই মাসেই মিলবে পিএম কিষাণ যোজনার ১৩তম কিস্তির টাকা, অনলাইনে স্টেটাস দেখে নিন এভাবে!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় সারা দেশের ৮ কোটিরও বেশি কৃষককে তিনটি সমান কিস্তিতে বছরে ৬০০০ টাকা করে দেওয়া হয়।
#কলকাতা : খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৩তম কিস্তির টাকা। যদিও কেন্দ্র সরকারের তরফে এখনও তারিখ ঘোষণা করা হয়নি। তবে বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ১৩তম কিস্তির টাকা এই মাসেই অর্থাৎ জানুয়ারিতেই কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অংশ হিসাবে, প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় সারা দেশের ৮ কোটিরও বেশি কৃষককে তিনটি সমান কিস্তিতে বছরে ৬০০০ টাকা করে দেওয়া হয়।
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরের ১৭ অক্টোবর কৃষকদের ১২তম কিস্তির টাকা দিয়েছিলেন। ৮ কোটি কৃষককে ১৬ হাজার কোটির বেশি টাকা দেওয়া হয়েছিল। উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রকল্পের আওতায় প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে, দ্বিতীয় কিস্তি অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং বছরের শেষের কিস্তি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে বিতরণ করা হয়।
advertisement
প্রথম কিস্তির টাকা গত বছরের ১ জানুয়ারি দেওয়া হয়েছিল। তাই এই বছরও জানুয়ারিতেই কিস্তির টাকা দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে এবার জানুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহে অর্থ বিতরণ করার সম্ভাবনা রয়েছে, রিপোর্ট অনুসারে।
সুবিধাভোগীরা অনলাইনে কীভাবে স্টেটাস দেখবেন: সুবিধাভোগী কৃষকরা অর্থপ্রদানের স্থিতি দেখতে চাইলে প্রথমে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর ঢুকতে হবে ‘ফার্মার্স কর্নার সেকশন’-এ। সেখান থেকে ‘বেনিফিসিয়ারি স্টেটাস’ অপশনে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় তথ্য যেমন ফোন নম্বর ইত্যাদি দেওয়ার পর ‘গেট ডেটা’-তে ক্লিক করলেই দেখা যাবে সর্বশেষ বিবরণ।
advertisement
আরও পড়ুন: PNB: Punjab National Bank-এ অ্যাকাউন্ট আছে ফোনে এই নম্বর সেভ করুন, একটি কলে পাবেন লক্ষ টাকা!
সুবিধাভোগীর তালিকায় নাম পরীক্ষা করবেন কীভাবে: যদি কোনও কৃষক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনায় সুবিধাভোগীর তালিকা ২০২৩-এ নিজের নাম আছে কি না দেখতে চান, তাহলে প্রথমে ফার্মার্স কর্নারে গিয়ে সুবিধাভোগী তালিকায় ক্লিক করতে হবে। রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক এবং গ্রামের বিবরণের মতো বিশদ তথ্য দিয়ে ক্লিক করতে হবে সাবমিট অপশনে। তাহলেই আপডেট তালিকা স্ক্রিনে ভেসে উঠবে। সেখানে নিজের নাম আছে কি না দেখে নিতে হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2023 3:08 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই মাসেই মিলবে পিএম কিষাণ যোজনার ১৩তম কিস্তির টাকা, অনলাইনে স্টেটাস দেখে নিন এভাবে!