এই মাসেই মিলবে পিএম কিষাণ যোজনার ১৩তম কিস্তির টাকা, অনলাইনে স্টেটাস দেখে নিন এভাবে!

Last Updated:

প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় সারা দেশের ৮ কোটিরও বেশি কৃষককে তিনটি সমান কিস্তিতে বছরে ৬০০০ টাকা করে দেওয়া হয়।

#কলকাতা : খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৩তম কিস্তির টাকা। যদিও কেন্দ্র সরকারের তরফে এখনও তারিখ ঘোষণা করা হয়নি। তবে বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ১৩তম কিস্তির টাকা এই মাসেই অর্থাৎ জানুয়ারিতেই কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অংশ হিসাবে, প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় সারা দেশের ৮ কোটিরও বেশি কৃষককে তিনটি সমান কিস্তিতে বছরে ৬০০০ টাকা করে দেওয়া হয়।
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরের ১৭ অক্টোবর কৃষকদের ১২তম কিস্তির টাকা দিয়েছিলেন। ৮ কোটি কৃষককে ১৬ হাজার কোটির বেশি টাকা দেওয়া হয়েছিল। উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রকল্পের আওতায় প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে, দ্বিতীয় কিস্তি অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং বছরের শেষের কিস্তি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে বিতরণ করা হয়।
advertisement
প্রথম কিস্তির টাকা গত বছরের ১ জানুয়ারি দেওয়া হয়েছিল। তাই এই বছরও জানুয়ারিতেই কিস্তির টাকা দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে এবার জানুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহে অর্থ বিতরণ করার সম্ভাবনা রয়েছে, রিপোর্ট অনুসারে।
সুবিধাভোগীরা অনলাইনে কীভাবে স্টেটাস দেখবেন: সুবিধাভোগী কৃষকরা অর্থপ্রদানের স্থিতি দেখতে চাইলে প্রথমে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর ঢুকতে হবে ‘ফার্মার্স কর্নার সেকশন’-এ। সেখান থেকে ‘বেনিফিসিয়ারি স্টেটাস’ অপশনে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় তথ্য যেমন ফোন নম্বর ইত্যাদি দেওয়ার পর ‘গেট ডেটা’-তে ক্লিক করলেই দেখা যাবে সর্বশেষ বিবরণ।
advertisement
সুবিধাভোগীর তালিকায় নাম পরীক্ষা করবেন কীভাবে: যদি কোনও কৃষক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনায় সুবিধাভোগীর তালিকা ২০২৩-এ নিজের নাম আছে কি না দেখতে চান, তাহলে প্রথমে ফার্মার্স কর্নারে গিয়ে সুবিধাভোগী তালিকায় ক্লিক করতে হবে। রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক এবং গ্রামের বিবরণের মতো বিশদ তথ্য দিয়ে ক্লিক করতে হবে সাবমিট অপশনে। তাহলেই আপডেট তালিকা স্ক্রিনে ভেসে উঠবে। সেখানে নিজের নাম আছে কি না দেখে নিতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই মাসেই মিলবে পিএম কিষাণ যোজনার ১৩তম কিস্তির টাকা, অনলাইনে স্টেটাস দেখে নিন এভাবে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement