500 Rupees Notes: আগামী বছরই বাতিল হবে ৫০০ টাকার নোট, ফের হয়রানি? মুখ খুলল কেন্দ্র
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০১৬ সালে নোটবাতিলের সিদ্ধান্তের পরই বর্তমানে চালু থাকা ৫০০ টাকার নোটগুলি বাজারে ছেড়েছিল রিজার্ভ ব্যাঙ্ক৷
২০২৬ সাল থেকেই বাতিল হতে চলেছে ৫০০ টাকার নোট৷ সমাজমাধ্যমের সূত্রে গত কয়েকদিন ধরেই এমন একটি খবর জনমানসে ছড়িয়ে পড়েছে৷ এমন কি, কয়েকদিন আগে ইউটিউবে এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়৷ যে ভিডিও-তেও একই দাবি করা হয়েছে৷
যদিও, ৫০০ টাকার নোট বাতিলের এই দাবিকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এরকম কোনও ঘোষণাই করা হয়নি৷
Is the ₹500 note set to be phased out by 2026? 🤔
A #YouTube video on the YT Channel ‘CAPITAL TV’ (capitaltvind) falsely claims that the RBI will discontinue the circulation of ₹500 notes by March 2026.#PIBFactCheck
✔️@RBI has made NO such announcement.
✔️₹500 notes have… pic.twitter.com/NeJdcc72z2
— PIB Fact Check (@PIBFactCheck) June 3, 2025
advertisement
advertisement
এক্স হ্যান্ডেলে পোস্ট করে পিআইবি জানিয়েছে, ‘৫০০ টাকার নোট বাতিলের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং তা বৈধ মুদ্রা হিসেবেই চালু থাকবে৷’ ভুয়ো খবরকে বিশ্বাস করে বিভ্রান্ত না হওয়ার জন্যও পিআইবি-র পক্ষ থেকে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে৷ সেখানে লেখা হয়েছে, ‘সবসময় সরকারি সূত্র থেকে প্রচারিত খবরেই বিশ্বাস করুন৷’
advertisement
২০১৬ সালে নোটবাতিলের সিদ্ধান্তের পরই বর্তমানে চালু থাকা ৫০০ টাকার নোটগুলি বাজারে ছেড়েছিল রিজার্ভ ব্যাঙ্ক৷ ২০১৬ সালের ৮ নভেম্বর পুরনো ৫০০ টাকা এবং ২০০০ টাকার নোটকে বাতিল ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নোটবাতিলের পর বাজারে নতুন ২০০০ টাকার নোটও নিয়ে আসে রিজার্ভ ব্যাঙ্ক৷ যদিও ২০২৩ সালের মে মাসে সেই ২০০০ টাকার নোটগুলিও বাজার থেকে তুলে নেওয়া হয়৷ তবে তা এখনও বৈধ মুদ্রা হিসেবেই স্বীকৃত রয়েছে৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 07, 2025 11:53 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
500 Rupees Notes: আগামী বছরই বাতিল হবে ৫০০ টাকার নোট, ফের হয়রানি? মুখ খুলল কেন্দ্র