Fact Check: EPFO কি সত্যি পেনশনভোগীদের এই নতুন ফর্ম জমা দিতে বলেছে ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PIB Fact Check: EPFO-র নামে ভাইরাল একটি বার্তায় বলা হয়েছে, পেনশনভোগীদের একটি নতুন ফর্ম ২৮ জুলাই, ২০২৫-এর মধ্যে জমা দিতে হবে। কিন্তু PIB ফ্যাক্ট চেক জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ ভুয়ো ৷
নয়াদিল্লি: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মেসেজ ভাইরাল হয়েছে যাতে দাবি করা হয়েছে কর্মচারী ভবিষ্য তহবিল সংস্থা (EPFO) একটি নতুন পেনশন ফর্ম জারি করেছে ৷ মেসেজে বলা হয়েছে ২৮ জুলাই, ২০২৫-এর মধ্যে এই ফর্ম জমা দিতে হবে। না হলে আটকে যেতে পারে ইপিএফও পেনশনভোগীদের পেনশন ৷ স্বাভাবিক ভাবেই এই মেসেজের জেরে বিভ্রান্তিতে পড়েছে সাধারণ মানুষের ৷ তবে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) ফ্যাক্ট চেক টিম এই দাবিকে ভুয়ো বলে ঘোষণা করেছে।
ভুয়ো এই মেসেজে পেনশনভোগীদের সতর্ক করা হয়েছিল যে, নির্ধারিত সময়সীমার মধ্যে এই “নতুন ফর্ম” জমা না দিলে আগস্ট মাস থেকে তাঁদের EPFO পেনশন সুবিধা স্থগিত করা হবে। তবে PIB নিশ্চিত করেছে যে, EPFO-এর পক্ষ থেকে এমন কোনও নির্দেশিকা বা ফর্ম জারি করা হয়নি।
advertisement
advertisement
“EPFO-এর পক্ষ থেকে কোনও নতুন পেনশন ফর্ম বা ২৮ জুলাইয়ের সময়সীমা জারি করা হয়নি,” — এক্স (পূর্বতন টুইটার)-এ একটি পোস্টে PIB ফ্যাক্ট চেক স্পষ্ট জানিয়েছে। সংস্থাটি নাগরিকদের অনুরোধ করেছে তাঁরা যেন এমন ভুয়ো তথ্যের ফাঁদে না পড়ে এবং শুধুমাত্র EPFO-র সরকারি ওয়েবসাইট epfindia.gov.in-সহ নির্ভরযোগ্য সূত্র থেকেই তথ্য যাচাই করে।
It is being claimed in a news article that Employees Provident Fund Organisation (EPFO) issued an urgent notice to all pensioners, warning them that their pension benefits may be suspended if they fail to submit the required new EPFO form by 28 July 2025.#PIBFactCheck
This… pic.twitter.com/gAIfAk48Pr
— PIB Fact Check (@PIBFactCheck) June 26, 2025
advertisement
কর্মচারী ভবিষ্য তহবিল সংস্থা (EPFO) তার সদস্যদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে জানিয়েছে, কোনও অননুমোদিত এজেন্টের সাহায্য নেবেন না এবং পরিবর্তে EPFO-র পোর্টালে থাকা বিনামূল্যের অনলাইন পরিষেবাগুলি ব্যবহার করুন। এই পরামর্শ দেওয়া হয়েছে কারণ EPFO দেখতে পেয়েছে যে, বেশ কিছু সাইবার ক্যাফে চালক এবং ফিনটেক কোম্পানি সদস্যদের কাছ থেকে সেই পরিষেবার জন্য বিপুল অর্থ নিচ্ছে, যেগুলি আসলে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 2:34 PM IST