হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
বেতন কেটে নেওয়া হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের? কী জানাল সরকার

বেতন কেটে নেওয়া হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের? কী জানাল সরকার

অর্থ মন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার কোনও শ্রেণির কোনও কর্মীর বেতন কাটা হবে না ৷ এরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: কোনও কেন্দ্রীয় সরকারির কর্মচারীদের বেতন কাটা হবে না ৷ সোমবার স্পষ্ট জানিয়ে দিল সরকার ৷ অর্থ মন্ত্রালয় সোমবার ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছে ৷ অর্থ মন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে যে মিডিয়ায় একাংশ কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাটা হবে বলে খবর ছড়িয়ে পড়ে ৷ কিন্তু এই সংক্রান্ত খবর সম্পূর্ণ ভুয়ো ও মিথ্যে বলে জানিয়েছে সরকার ৷

অর্থ মন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার কোনও শ্রেণির কোনও কর্মীর বেতন কাটা হবে না ৷ এরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷

আসলে বেশ কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, করোনার জেরে দেশের অর্থ ব্যবস্থার খারাপ অবস্থা ৷ এর জেরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাটা হতে পারে ৷ এরপর সরকারি ফ্যাক্ট চেক PIB ট্যুইট করে মানুষের কাছে আবেদন জানিয়েছে যে এরকম কোনও খবর বা মেসেজে বিশ্বাস না করার জন্য ৷ কেন্দ্র সরকার এরকম কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না ৷

লকডাউনের সময় আরও একটি ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল যে কেন্দ্রীয় কর্মীদের পেনশন কমানো হবে এবং অবসরের বয়স কমানো হতে পারে ৷ কিন্তু অর্থ মন্ত্রালয়ের তরফে তখনও ট্যুইটে এই সমস্ত খবর ভুয়ো বলে জানানো হয় ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Central Government Employees, Finance Ministry, Pib fact check, Salary Cut