Petrol Diesel New Price in Kolkata: ১১২-র কাছাকাছি পেট্রোল, সেঞ্চুরির দিকে ডিজেল! বৃহস্পতিবারও বহাল থাকছে মূল্যবৃদ্ধি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই নিয়ে গত দশ দিনে ৯ বার পেট্রোল- ডিজেলের দাম বাড়ল৷ পাঁচ রাজ্যের নির্বাচন মিটলেই পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধির আশঙ্কা আগেই করেছিলেন বিশেষজ্ঞরা (Petrol Diesel Price)৷
#কলকাতা: রোজ মধ্যরাতে পেট্রোল-ডিজেলের দাম বাড়বে, গত এক সপ্তাহে এটাই যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে৷ সেই ধারা অব্যাহত রেখেই বৃহস্পতিবার আরও এক দফা বাড়তে চলেছে পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel Price Hike)৷ জনগণের কপালে যতই চিন্তার ভাঁজ পড়ুক, বিরোধীরা যতই বিক্ষোভ দেখাক, জ্বালানির মূল্যবৃদ্ধিতে বিরতি নেই৷
জানা গিয়েছে, বৃহস্পতিবার আরও ৮৩ পয়সা করে লিটার পিছু বাড়তে চলেছে পেট্রোলের দাম৷ বৃহস্পতিবার থেকে কলকাতায় পেট্রোলের নতুন দাম হচ্ছে ১১ টাকা ৩৫ পয়সা প্রতি লিটার(Petrol Diesel New Price in Kolkata)৷
আরও পড়ুন: সুখবর! বছরে বিনামূল্যে মিলবে ৩টি রান্নার গ্যাস সিলিন্ডার, ১ এপ্রিল থেকে এখানে CNG হবে সস্তা
advertisement
advertisement
অন্যদিকে সেঞ্চুরির দিকে আরও এক ধাপ এগোল ডিজেল৷ বৃহস্পতিবার থেকে কলকাতায় এক লিটার ডিজেল কিনতে গেলে দাম পড়বে ৯৬ টাকা ২২ পয়সা৷
এই নিয়ে গত দশ দিনে ৯ বার পেট্রোল- ডিজেলের দাম বাড়ল৷ পাঁচ রাজ্যের নির্বাচন মিটলেই পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধির আশঙ্কা আগেই করেছিলেন বিশেষজ্ঞরা৷ রাশিয়া- ইউক্রেন যুদ্ধের জেরে এই মূল্যবৃদ্ধি এক প্রকার নিশ্চিতই ছিল৷
advertisement
সাধারণ মানুষের অনেকেই প্রশ্ন করছেন, দাম বৃদ্ধি যখন অবধারিতই ছিল তাহলে পাঁচ রাজ্যের ভোটের জন্য তা ঠেকিয়ে রাখা হল কেন? আর ভোটের কারণে সত্যিই যদি জ্বালানির মূল্যবৃদ্ধি আটকে রেখে ক্ষতির বোঝা বহন করতে পারে কেন্দ্রীয় সরকার, তাহলে ভোটের পরেও কেন সাধারণ মানুষের যন্ত্রণা লাঘবের চেষ্টা করবে না তারা? পাল্টা কেন্দ্রের শাসক দল বিজেপি-র দাবি, রাজ্য সরকার পেট্রোল-ডিজেলের উপর থেকে নিজেদের প্রাপ্য করের অংশ কমালেই কিছুটা সস্তা হবে জ্বালানি৷ কেন্দ্র- রাজ্যের এই জাঁতাকলে পড়ে বাড়তি মূল্য চোকাতে হচ্ছে সেই সাধারণ মানুষকেই৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 30, 2022 10:32 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel New Price in Kolkata: ১১২-র কাছাকাছি পেট্রোল, সেঞ্চুরির দিকে ডিজেল! বৃহস্পতিবারও বহাল থাকছে মূল্যবৃদ্ধি