#নয়াদিল্লি: থামছেই না মূল্যবৃদ্ধি। শনিবার, ২ এপ্রিল চারটি মহানগরে ফের বাড়ল (Petrol Diesel Prices Today) জ্বালানির দাম! ৮০ পয়সা করে বাড়ানো হয়েছে দাম (Petrol Diesel Prices Today)৷ ২২ মার্চ প্রথম দাম বাড়ানোর পর থেকে এই নিয়ে দশম বৃদ্ধি জ্বালানির দামে (Petrol Diesel Prices Today)। ২০২১ সালের ৪ নভেম্বরের পর থেকে সাড়ে চার মাস যে জ্বালানির দাম বাড়েনি, সেই দীর্ঘ স্থবিরতার অবসান ঘটে গিয়েছে মাত্র ১০ দিনেই। গত ১২ দিনে পেট্রোলের দাম প্রতি লিটারে ৭.২০ টাকা বেড়েছে। রাজ্যের খুচরো জ্বালানি বিক্রেতাদের জারি করা মূল্য বিজ্ঞপ্তি অনুসারে, জাতীয় রাজধানীতে পেট্রোলের দাম (Petrol, Diesel Price Hike) এখন প্রতি লিটারে ১০২.৬১ টাকা, ডিজেলের দাম (Petrol, Diesel Price Hike) প্রতি লিটারে ৯৩.০৭ টাকা থেকে বেড়ে ৯৩.৮৭ টাকা।
আরও পড়ুন- ফারুখাবাদের নাম বদলে হোক পাঞ্চালনগর, যোগীকে চিঠিতে নামবদলের আর্জি বিজেপি সাংসদের
দেশ জুড়েই বেড়েছে জ্বালানির দাম (Petrol, Diesel Price Hike), তবে স্থানীয় করের উপর নির্ভর করে প্রতিটি রাজ্যে এই দাম পরিবর্তিত হয়। টানা আট দিন দাম বাড়ানোর পরে, ১ এপ্রিল, শুক্রবার জ্বালানির দাম (Petrol, Diesel Price Hike) অপরিবর্তিত রাখা হয়েছিল।
প্রধান চারট মহানগরে পেট্রোল এবং ডিজেলের দাম দেখে নিন এক ঝলকে:
মহানগর | পেট্রোলের দাম | ডিজেলের দাম |
দিল্লি | ১০২.৬১ | ৯৩.৮৭ |
মুম্বই | ১১৭.৫৭ | ১০১.৭৯ |
কলকাতা | ১১২.১৯ | ৯৭.২৮ |
চেন্নাই | ১০৮.২১ | ৯৮.২৮ |
সূত্র: ইন্ডিয়ান অয়েল |
২২ মার্চ থেকে শুরু হওয়া বৃদ্ধির আগে, ২০২১ সালের ৪ নভেম্বর থেকে টানা ১৩৭ দিন জ্বালানির দাম (Petrol, Diesel Price Hike) স্থির ছিল। এই সময়েই উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও এই সময়ের মধ্যে, অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৩০ ডলার বেড়েছে, তবুও দেশে দাম অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন- ডিয়ার বঙ্গশ্রী দামোদর লটারিতে কি ভাগ্য ফিরতে চলেছে আপনার? জেনে নিন আজকের ফলাফল
ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো রাষ্ট্র-চালিত তেল শোধনাগারগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং টাকা-ডলারের বিনিময় হারের উপর ভিত্তি করে দৈনিক ভিত্তিতে জ্বালানির দাম ঠিক করে। পেট্রোল এবং ডিজেলের দামে (Petrol, Diesel Price Hike) যে কোনও পরিবর্তন প্রতিদিন সকাল ৬ টা থেকে কার্যকরী হয়। ভারত নিজের তেলের চাহিদা মেটাতে আমদানির উপর ৮৫ শতাংশ নির্ভরশীল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Petrol and Diesel Price In Kolkata, Petrol and Diesel Price Today, Petrol diesel price hike