নয়াদিল্লি: বিশ্বের বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। গত ২৪ ঘন্টায় ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেল প্রতি ৮৩.৩৪ টাকা হয়েছে৷ তাই দেশের বাজারেও বদল এসেছে জ্বালানি তেলের দামে। দেশের বেশ কিছু শহরে পেট্রোল ডিজেলের দামে বদল এনেছে দেশের সরকারি তেল সংস্থাগুলি৷
সরকারি তেল সংস্থাগুলির জারি করা নতুন দাম অনুযায়ী, উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলায় (নয়ডা-গ্রেটার নয়ডা) পেট্রোলের দাম আজ সকালে ৭ পয়সা বেড়ে প্রতি লিটার ৯৬.৬৫ টাকা হয়েছে,সঙ্গে ডিজেলও ৭ পয়সা বেড়ে বিক্রি হচ্ছে প্রতি লিটার ৮৯.৮২ টাকায়। তবে উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে পেট্রোল ১৩ পয়সা সস্তা হয়েছে৷ এখানে পেট্রোলের দাম যাচ্ছে ৯৬.৪৪ টাকা লিটার হয়েছে, এবং ডিজেল ১২ পয়সা কমে ৮৯.৬৪ টাকায় পৌঁছেছে। যদিও চার মহানগরীতে এখনও অপরিবর্তিত রয়েছে জ্বালানি তেলের দাম৷
আরও পড়ুন: জনদরদী না জনবিরোধী, নির্মলার ভাষণ নিয়ে কী প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে?
এক নজরে দেখে নেওয়া যাক চার মহানগরীতে আজ কেমন যাচ্ছে পেট্রোল ডিজেলের দাম
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা ডিজেল ৯২.৭৬ টাকা
দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা ডিজেল ৮৯.৬২ টাকা
মুম্বাই- পেট্রোল ১০৬.৩১ টাকা ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই-পেট্রোল ১০২.৬৩ টাকা ডিজেল ৯৪.২৪টাকা
চার মেট্রোশহরে বদল না এলেও দেশের যে সব শহরে বদলেছে পেট্রোল ডিজেলের দাম, তা দেখে নেওয়া যাক এক নজরে৷
আরও পড়ুন: বাজেটের পর কী প্রতিক্রিয়া বাজারের? হুড়মুড়িয়ে পড়ল তামাকের কোম্পানির দাম! জানুন
নয়ডা-পেট্রোল ৯৬.৬৫ টাকা ডিজেল ৮৯.৮২ টাকা
লখনউ- পেট্রোল ৯৬.৪৪ টাকা ডিজেল ৮৯.৬৪ টাকা
জয়পুর- পেট্রোল ১০৮.৫৭ টাকা ডিজেল ৯৩.৭৭ টাকা
পাটনা- পেট্রোল ১০৭.৬২ টাকা ডিজেল ৯৩.৮০টাকা
দেশের বিভিন্ন শহরে পেট্রোল ডিজেলের দাম বিভিন্ন হওয়ার মূল কারণ হল ট্যাক্স৷ প্রতিটি রাজ্যে সরকার আলাদা আলাদা রেটে ট্যাক্স আদায় করে, তাই বদলে যায় ট্যাক্সের দাম৷ তাছাড়া শহরগুলির নিজস্ব ট্যাক্স ব্যবস্থাও রয়েছে, যাকে লোকাল বডি ট্যাক্স বলা হয়৷ এই লোকাল ট্যাক্সের প্রভাবেও বদলে যায় পেট্রোল ডিজেলের দাম৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।