হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
ফের বদলেছে পেট্রোল ডিজেলের দাম! কলকাতায় কত হল দেখে নিন

Petrol Diesel price today: ফের বদলেছে পেট্রোল ডিজেলের দাম! কলকাতায় কত হল দেখে নিন

ক্রমশ কমছে অশোধিত তেলের দাম৷ ব্রেন্ট ক্রুডের দাম আজ ব্যারেল প্রতি ৭৩.৩৬ ডলার হয়েছে

  • Share this:

নয়াদিল্লি: ক্রমশ কমছে অশোধিত তেলের দাম৷ গতকালের চেয়ে খুব বেশি পরিবর্তিত না হলেও আজও খানিকটা কমল জ্বালানি তেলের দাম৷ ব্রেন্ট ক্রুডের দাম আজ ব্যারেল প্রতি ৭৩.৩৬ ডলার হয়েছে৷ ডব্লিউবিটিআইয়ের দাম আরও খানিকটা কমে ব্যারেল প্রতি ৬৭.২৯ ডলার হয়েছে অশোধিত তেলের দামের প্রভাব পড়ছে পেট্রোল ডিজেলের দামে৷ ফলে দেশের বাজারেও বদলেছে জ্বালানি তেলের দাম৷

তবে দেশের প্রধান চার শহরে, অর্থাৎ দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাইতে আজও একইভাবে অপরিবর্তিত পেট্রোল ডিজেলের দাম৷

এক নজরে দেখে নেওয়া যাক চার মহানগরীতে পেট্রোল ডিজেলের দাম

দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা

কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা

আরও পড়ুন: নতুন দিশা দেখাচ্ছেন মহিলারা, তেজপাতা শুকিয়ে প্যাকেট করে আয় করছেন বিপুল টাকা

মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা

চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা

দেশের অন্যান্য কিছু শহরে আজ জ্বালানি তেলের দাম

গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.৫৮ টাকা, ডিজেল ৮৯.৭৫ টাকা

নয়ডা- পেট্রোল ৯৬.৬৫ টাকা, ডিজেল ৮৯.৮২ টাকা

আরও পড়ুন: SBI অ্যাকাউন্ট হোল্ডাররা খেয়াল রাখুন! আপনার অ্যাকাউন্ট থেকে কমে যাচ্ছে টাকা ? জেনে নিন কারণ

লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা

গুরুগ্রাম- পেট্রোল ৯৬.৮৯ টাকা, ডিজেল ৯০.২৪ টাকা

Published by:Ankita Tripathi
First published:

Tags: Crude oil, Petrol Diesel Price Today