দাম কমল পেট্রোল-ডিজেলের
Last Updated:
মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের জন্য সুখবর ৷ এক ধাপে অনেকটাই দাম কমল পেট্রোল ডিজেলের ৷
#নয়াদিল্লি: মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের জন্য সুখবর ৷ এক ধাপে অনেকটাই দাম কমল পেট্রোল ডিজেলের ৷ লিটার প্রতি পেট্রোলের দাম কমল ৩.৭৭ টাকা ৷ ডিজেলের দাম কমল লিটার প্রতি ২.৯১ টাকা ৷ শুক্রবার মধ্যরাত থেকে লাগু করা হয়েছে নতুন দাম ৷
দিল্লিতে দাম কমার আগে পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ৭১.১৪ টাকা ও ডিজেলের দাম ছিল ৫৯.০২ টাকা ৷ ১৬ মার্চ শেষবার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছিল। সেবার পেট্রোলের দাম লিটার প্রতি ৫৪ পয়সা বাড়ানো হয়েছিল ৷ ডিজেলের দাম বেড়েছিল ১ টাকা ২০ পয়সা ৷
সাধারণত আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর ভিত্তি করেই বাড়ানো বা কমানো হয় পেট্রোল ও ডিজেলের দাম বলে জানিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি ৷ আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতিনিয়ত ওঠা-নামা করতে থাকে ৷ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি তেলের দাম পুনর্বিবেচনা করে থাকে ৷ মার্কিন ডলারের সঙ্গে টাকার বিনিময় মূল্য বাড়াও পেট্রোলের দামবৃদ্ধির বা কমার কারণ বলে তেল সংস্থাগুলি জানিয়েছে।
advertisement
advertisement
আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমেছে। মার্কিন ডলারের তুলনায় টাকার দামও বেড়েছে। তাই দাম কমল পেট্রোল ও ডিজেলের ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2017 12:03 PM IST