Petrol-Diesel Price: সাধারনের জন্য স্বস্তি, আরও কমানো হতে পারে পেট্রোল ও ডিজেলের দাম ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
শীঘ্রই তেলের দাম প্রতি লিটারে ১ টাকা পর্যন্ত কমানো হতে পারে ৷
#নয়াদিল্লি: ইউরোপে করোনা সংক্রমণ আবার বাড়তে থাকায় পেট্রোল ও ডিজেলের দাম ফের কমানো হতে পারে ৷ করোনার জেরে গত বছর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে পতন দেখা গিয়েছিল ৷ ফের করোনার প্রকোপ বাড়তে থাকায় দাম কমতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷
শুক্রবার বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড (Brent crude) ৬.৯৫ শতাংশ কমে ৭৮.৮৯ ডলার প্রতি ব্যারেল হয়ে যায়, যা গত ১০ দিন আগে ৮৪.৭৮ ডলার প্রতি ব্যারেল ছিল ৷ অনুমান করা হচ্ছে, শীঘ্রই তেলের দাম প্রতি লিটারে ১ টাকা পর্যন্ত কমানো হতে পারে ৷
advertisement
advertisement
৪ নভেম্বরের পর থেকে দেশের বাজারে জ্বালানির দাম এখনও পর্যন্ত স্থির রয়েছে ৷ দীপাবলির আগে কেন্দ্র সরকার পেট্রোলে ৫ টাকা এক্সাইজ ডিউটি ও ডিজেলে ১০ টাকা কমানোর ঘোষণা করেছিল ৷ এরপর প্রায় ১৮ দিন অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷ দিল্লিতে বর্তমানে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৩.৯৭ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা ৷
advertisement
বিশেষজ্ঞদের মতে সরকারি তেল সংস্থাগুলির আন্তর্জাতিক বাজারে হওয়া অপরিশোধিত তেলের দাম হওয়া পতনের লাভ উপভোক্তাদের দেওয়া উচিৎ কারণ পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন জারি করা হয় ৷
বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 23 November 2021)
advertisement
- দিল্লি- পেট্রোল ১০৩.৯৭ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
- মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
- চেন্নাই- পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা
- কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
- শ্রীগঙ্গানগর- পেট্রোল ১১৪.০১ টাকা, ডিজেল ৯৮.৩৯ টাকা
যে শহরে ১০০ টাকার কমে মিলছে পেট্রোল ও ডিজেল (Petrol Diesel Price Today)
- পোর্ট ব্লেয়ার- পেট্রোল ৮২.৯৬ টাকা, ডিজেল ৭৭.১৩ টাকা
- নয়ডা- পেট্রোল ৯৫.৫১ টাকা, ডিজেল ৮৭.০১ টাকা
- ইটানগর- পেট্রোল ৯২.০২ টাকা, ডিজেল ৭৯.৬৩ টাকা
- চন্ডীগড়- পেট্রোল ৯৪.২৩ টাকা, ডিজেল ৮০.৯০ টাকা
- আইজল- পেট্রোল ৯৪.২৬ টাকা, ডিজেল ৭৯.৭৩ টাকা
- লখনউ- পেট্রোল ৯৫.২৮ টাকা, ডিজেল ৮৬.৮০ টাকা
- সিমলা- পেট্রোল ৯৫.৭৮ টাকা, ডিজেল ৮০.৩৫ টাকা
- পানাজি- পেট্রোল ৯৬.৩৮ টাকা, ডিজেল ৮৭.২৭ টাকা
- গ্যাংটক- পেট্রোল ৯৭.৭০ টাকা, ডিজেল ৮২.২৫ টাকা
- রাঁচি- পেট্রোল ৯৮.৫২ টাকা, ডিজেল ৯১.৫৬ টাকা
- শিলং- পেট্রোল ৯৯.২৮ টাকা, ডিজেল ৮৮.৭৫ টাকা
- দেরাদুন- পেট্রোল ৯৯.৪১ টাকা, ডিজেল ৮৭.৫৬ টাকা
- দমন- পেট্রোল ৯৩.০২ টাকা, ডিজেল ৮৬.৯০ টাকা
advertisement
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
আরও পড়ুন: অনলাইনে গাঁজা ডেলিভারির অভিযোগ, অ্যামাজন ইন্ডিয়ার শীর্ষ কর্তাদের বিরুদ্ধে মামলা পুলিশের !
advertisement
এসএমএস-এর মাধ্যমে পেট্রোল-ডিজেলের দাম বাড়িতে বসে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে , বিপিসিএল-এর গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে এবং এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠাতেই পেট্রোল ও ডিজেলের লেটেস্ট দাম জানতে পারবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 23, 2021 7:04 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol-Diesel Price: সাধারনের জন্য স্বস্তি, আরও কমানো হতে পারে পেট্রোল ও ডিজেলের দাম ?