Petrol Diesel Prices Today: চার মাস পর দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, জেনে নিন আজকের নতুন রেট

Last Updated:

Petrol Diesel Prices Today: প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷

#নয়াদিল্লি: সরকারি তেল সংস্থাগুলি প্রায় চার মাস পর দাম বৃদ্ধি করল পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Prices)৷ দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম প্রায় ৮০ পয়সা বেড়ে গিয়েছে ৷ এদিন লখনউ, জয়পুর, গুরুগ্রাম, পটনাতে দাম বদল করা হয়েছে জ্বালানির ৷ নয়ডাতে যেখানে পেট্রোল সস্তায় হয়েছে সেখানে লখনউতে গতকালের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রোল ৷ নয়া রেট জারি হওয়ার পর মুম্বইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ১১০.৮২ টাকা হয়ে গিয়েছে ৷
চার মহানগরে পেট্রোল- ডিজেলের দাম
advertisement
  • দিল্লি- পেট্রোল ৯৬.২১ টাকা, ডিজেল ৮৭.৪৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১১০.৮২ টাকা, ডিজেল ৯৫ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০২.১৬ টাকা, ডিজেল ৯২.১৯ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৫.৫১ টাকা, ডিজেল ৯০.৬২ টাকা
advertisement
যে যে শহরে বদলেছে পেট্রোল ও ডিজেলের দাম
  • নয়ডা- পেট্রোল ৯৫.৬৬ টাকা, ডিজেল ৮৭.১৭ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৫.২৫ টাকা, ডিজেল ৮৬.৭৮ টাকা
  • জয়পুর- পেট্রোল ১০৭.৫৬ টাকা, ডিজেল ৯১.১৫ টাকা
  • গুরুগ্রাম- পেট্রোল ৯৫.৯০ টাকা, ডিজেল ৮৭.১১ টাকা
  • পটনা- পেট্রোল ১০৬.৪৪ টাকা, ডিজেল ৯১.৫৯ টাকা
advertisement
প্রতিদিন সকাল ৬টায় জারি করা হয় পেট্রোল ও ডিজেলের দাম
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
advertisement
পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices Today: চার মাস পর দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, জেনে নিন আজকের নতুন রেট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement