#নয়াদিল্লি: সরকারি তেল সংস্থাগুলি প্রায় চার মাস পর দাম বৃদ্ধি করল পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Prices)৷ দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম প্রায় ৮০ পয়সা বেড়ে গিয়েছে ৷ এদিন লখনউ, জয়পুর, গুরুগ্রাম, পটনাতে দাম বদল করা হয়েছে জ্বালানির ৷ নয়ডাতে যেখানে পেট্রোল সস্তায় হয়েছে সেখানে লখনউতে গতকালের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রোল ৷ নয়া রেট জারি হওয়ার পর মুম্বইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ১১০.৮২ টাকা হয়ে গিয়েছে ৷
আরও পড়ুন: প্রথমবার শেয়ারে বিনিয়োগ? কিছু সহজ পন্থা বাতলে দিলেন বিশেষজ্ঞরা
চার মহানগরে পেট্রোল- ডিজেলের দাম
আরও পড়ুন: এ'মাসেই সারতে হবে গুরুত্বপূর্ণ কাজটি! নইলে হাতছাড়া ১.৩০ লক্ষ টাকার বিরাট সুবিধা
যে যে শহরে বদলেছে পেট্রোল ও ডিজেলের দাম
প্রতিদিন সকাল ৬টায় জারি করা হয় পেট্রোল ও ডিজেলের দাম
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
আরও পড়ুন: আমেরিকার ওপর পাল্টা চাপ! গাড়ি-অটোমোবাইল যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করল রাশিয়া!
পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Petrol And Diesel Price, Petrol and Diesel Price In Kolkata