Pepperfry Co-founder Died:  পাহাড়ে বাইক নিয়ে যাওয়াই কাল হল! লেহ-তে গিয়ে করুণ পরিণতি পেপারফ্রাই-এর কর্ণধারের

Last Updated:

Pepperfry Co-founder Died: প্রয়াত অনলাইন আসবাবপত্র কম্পানি পেপারফ্রাই-এর অন‍্যতম কর্ণধার অম্বরীশ মূর্তির। কোম্পানির আর এক কর্ণধার আশিস শাহ ট‍্যুইটারে তাঁর বন্ধুর মৃত‍্যুর কথা ঘোষণা করেন।

হার্ট অ‍্যাটাকে প্রয়াত পেপারফ্রাই-এর কর্ণধার অম্বরীশ মূর্তি
হার্ট অ‍্যাটাকে প্রয়াত পেপারফ্রাই-এর কর্ণধার অম্বরীশ মূর্তি
প্রয়াত অনলাইন আসবাবপত্র কম্পানি পেপারফ্রাই-এর অন‍্যতম কর্ণধার অম্বরীশ মূর্তির। কোম্পানির আর এক কর্ণধার আশিস শাহ ট‍্যুইটারে তাঁর বন্ধুর মৃত‍্যুর কথা ঘোষণা করেন। আশিস শাহ বলেছেন ‘আমার বন্ধু, পরামর্শদাতা, ভাই লেহতে ঘুরতে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মারা গিয়েছেন। এই ঘটনায় আমরা অত্যন্ত বিধ্বস্ত।’
advertisement
advertisement
৫১ বছরের অম্বরীশ মূর্তি একজন বাইক-প্রেমী ছিলেন। মুম্বই থেকে লেহ পর্যন্ত বাইকে মোটরসাইকেল ঘুরতে গিয়েছিলেন। তিনি ২০১১ সালে পেপারফ্রাই প্রতিষ্ঠা করেন। অ[/name]ম্বরীশ মূর্তি ইনস্টাগ্রামে তাঁর লাদাখ ভ্রমণের ছবি এবং ভিডিও পোস্ট করেছিলেন কিছুদিন আগে।
advertisement
অম্বরীশ মূর্তি আইআইটি কলকাতার ১৯৯৬ ব্যাচের একজন প্রাক্তন ছাত্র। তিনি ১৯৯৪ সালে দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেন। তিনি ট‍্যুইটার প্রোফাইলে নিজেকে একজন সোসিওপ্যাথ বলতেন এবং তাঁর মহাকাব‍্য পড়ার প্রতি ভালোবাসার কথাও প্রকাশ করে ছিলেন।
তিনি তাঁর স্নাতক হওয়ার সময় থেকেই বাড়িতে টিউশন পড়ানো শুরু করেছিলেন। তিনি টিউটরস ব্যুরো নামে একটি ছোট ব্যবসা স্থাপন করেছিলেন, যা স্কুল ছাত্রদের সঙ্গে টিউটরদের সংযুক্ত করত। তিনি দু’বছর ধরে এই ব‍্যবসাটি করেছিলেন।
advertisement
২০২০ সালের হিসেব অনুসারে, আটটি ফান্ডিং রাউন্ড করে ২৪৪ মিলিয়ন ডলার বিনিয়োগ-সহ পেপারফ্রাই-এর মূল্য ৫০০ মিলিয়ন ডলার। এবং তাদের বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে গোল্ডম্যান শ্যাক্স এবং বার্টেলসম্যান ইন্ডিয়া ইনভেস্টমেন্ট।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Pepperfry Co-founder Died:  পাহাড়ে বাইক নিয়ে যাওয়াই কাল হল! লেহ-তে গিয়ে করুণ পরিণতি পেপারফ্রাই-এর কর্ণধারের
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement