Pension scheme | Atal pension: পেনশনভোগীদের জন্য সুখবর! নতুন সুবিধা চালু করল কেন্দ্রীয় সরকার! এখুনি জানুন

Last Updated:

Pension scheme | Atal pension: যাঁরা মাসিক পেনশন পান, তাঁদের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার একটি নতুন সুবিধা নিয়ে এল কেন্দ্রীয় সরকার! এবার সব সমস্যার সমাধান হবে এখানেই! জানুন

#নয়া দিল্লি:  যাঁরা মাসিক পেনশন পান, তাঁদের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার একটি নতুন পেনশন পোর্টাল চালু করেছে। এই পোর্টালের সাহায্যে পেনশনভোগীরা নিজেদের সমস্ত চাহিদা পূরণ করতে পারবেন। এই পোর্টাল চালু করার মূল উদ্দেশ্য হল - পেনশনের প্রক্রিয়াকে সহজ করে তোলা। কেন্দ্রীয় সরকার এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে এই পোর্টালটি চালু করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। যাই হোক, বিশদে দেখে নেওয়া যাক এই পোর্টালটির বিষয়ে।
গত মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সরকারি পেনশনভোগীদের জন্য "জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য" নিশ্চিত করার লক্ষ্যে একটি ইউনিফায়েড পোর্টাল চালু করেছেন। পেনশনভোগীদের সমস্ত সমস্যার সমাধান করা হবে এই - www.ipension.nic.in - পোর্টালে।
কী কী সুবিধা পাওয়া যাবে এখানে?
কর্মী মন্ত্রক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে, কার্মিক রাজ্য মন্ত্রী জিতেন্দ্র সিং ভারতীয় স্টেট ব্যাঙ্কের (এসবিআই)-এর সঙ্গে যুক্ত হয়ে পেনশনভোগীদের জন্য এই পোর্টাল বানিয়েছেন। এই পোর্টালে ভবিষ্যতের লিঙ্ক রয়েছে, যেখানে অবসরকালীন বকেয়া ছাড়াও 'কেন্দ্রীয় পেনশন অভিযোগ নিষ্পত্তি এবং পর্যবেক্ষণ ব্যবস্থা' সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়া যাবে।
advertisement
advertisement
এই ইউনিফায়েড পোর্টালে একটি অভিনব লিঙ্কও রয়েছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য বানানো এই প্ল্যাটফর্মে কর্মীরা চাকরিতে থাকাকালীন নিজেদের অভিজ্ঞতার একটি রেকর্ডও রাখতে পারবেন এখানে। এ-ছাড়া, পেনশনভোগীদের জন্য তৈরি এই বিশেষ পোর্টালে পেনশনভোগী/তাঁদের পরিবারের জন্য গৃহীত সমস্ত কল্যাণমূলক ব্যবস্থা এবং প্রকল্প সম্পর্কিত সমস্ত তথ্য রয়েছে।
তৃতীয় সেরা পোর্টাল:
মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, জিতেন্দ্র সিং বলেছেন যে, ভবিষ্যতের ৯.০ সংস্করণ আজ পেনশন বিতরণকারী ব্যাঙ্কগুলির সঙ্গে একীকরণের সঙ্গে প্রকাশ করা হচ্ছে। তিনি আরও বলেন যে, ভারত সরকারের অন্য সমস্ত পোর্টালগুলির সঙ্গে তুলনা করলে দেখা যাবে যে, এটি দেশের তৃতীয় সেরা পোর্টাল।
advertisement
বিবৃতি অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের ‘অনুভব’ পোর্টাল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে কাজ করার সময় নিজেদের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ প্রদান করে। কেন্দ্রীয় মন্ত্রী জানান যে, ২০১৯-২০, ২০২০-২১ এবং ২০২১-২২ সালের জন্য ওই পোর্টাল থেকে ১৫ জন জয়ীকে ‘অনুভব’ পুরস্কার দেওয়া হয়েছে। কোভিড-১৯ মহামারীর জেরে গত দুই বছর ‘অনুভব’ পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা যায়নি। প্রসঙ্গত, পেনশন এবং পেনশনভোগী কল্যাণ বিভাগ ২০১৫ সালে প্রধানমন্ত্রীর তরফ থেকে এই ‘অনুভব’ পোর্টাল চালু করেছিল।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Pension scheme | Atal pension: পেনশনভোগীদের জন্য সুখবর! নতুন সুবিধা চালু করল কেন্দ্রীয় সরকার! এখুনি জানুন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement