হায়ার পেনশন স্কিম বেছে নেওয়ার জন্য আর মাত্র ৯ দিন বাকি! কারা সুবিধা পাবেন দেখে নিন!

Last Updated:

গত ১ সেপ্টেম্বর, ২০১৪ তারিখ কিংবা তার আগে ইপিএফও-র সদস্য হলে এই স্কিমের জন্যে আবেদন করা যাবে।

EPFO Higher Pension: হাতে মাত্র কয়েকদিন আছে, আজই আবেদন করুন বেশি পেনশনের জন্য
EPFO Higher Pension: হাতে মাত্র কয়েকদিন আছে, আজই আবেদন করুন বেশি পেনশনের জন্য
EPFO  Higher Pension Scheme: ইপিএফও উচ্চ বেতনে পেনশন গণনা করার জন্যে একটি ফর্মুলা জারি করেছে। যাঁরা হায়ার পেনশন স্কিম নিতে চান, তাঁদের জন্যে এই ফর্মুলা কার্যকর হবে। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার শেষ দিন আগামী ২৬ জুন, ২০২৩ তারিখ। গত ১ সেপ্টেম্বর, ২০১৪ তারিখ কিংবা তার আগে ইপিএফও-র সদস্য হলে এই স্কিমের জন্যে আবেদন করা যাবে।
ফর্মুলা:
পেনশন= পেনশনযোগ্য বেতন (গত ৬০ মাসের বেতনের গড়) X বছর (জমাকৃত বছরের অবদানের সংখ্যা)/ ৭০। যাঁরা ১ সেপ্টেম্বর, ২০১৪-এর আগে অবসর নিয়েছেন, তাঁদের পেনশন অবসর গ্রহণের ১২ মাসের আগে গড় বেতনের উপর ভিত্তি করে গণনা করা হবে।
advertisement
হায়ার পেনশন স্কিম কী:
advertisement
ধরা যাক, এক জন কর্মচারীর মূল বেতন ১ লক্ষ টাকা। সুতরাং এই এক লক্ষের ১২ শতাংশ অর্থাৎ ১২ হাজার টাকা কর্মচারীর ইপিএফ অবদান। নিয়োগকর্তাও এই সমান পরিমাণ অর্থ ইপিএফ এবং ইপিএস-এ জমা করে। নিয়ম অনুযায়ী, নিয়োগকর্তা মূল বেতনের ৮.৩৩ শতাংশ ইপিএসে এবং বাকিটা ইপিএফে জমা করবে।
২০১৪ সালে নতুন নিয়ম করা হয়। বলা হয়, ১৫ হাজার টাকার বেশি বেসিক বেতন ইপিএসের যোগ্য নয়। অর্থাৎ, ১৫০০০ টাকা বেতন পর্যন্ত মাত্র ৮.৩৩ শতাংশ অর্থাৎ সর্বোচ্চ ১২৫০ টাকা প্রতি মাসে ইপিএস-এ জমা করা যাবে। এর বাইরে সমস্ত টাকা যাবে ইপিএফ-এ। অর্থাৎ, এক লক্ষ মূল বেতনের ইপিএস অবদান ৮,৩৩০ টাকা হয়ে গেলেও, নিয়োগকর্তা ইপিএস-এ মাত্র ১২৫০ টাকা জমা দেবে এবং বাকি টাকা ইপিএফ-এ জমা হবে।
advertisement
যাইহোক, যাঁরা ১ সেপ্টেম্বর, ২০১৪ এবং তার আগে থেকে ইপিএফও-তে যোগ দিয়েছিলেন, তাঁদের ছয় মাসের মধ্যে উচ্চ বেতনে ইপিএস অবদানের জন্য আবেদন করার বিকল্প ছিল। অনেক কর্মী আবেদন করেছিলেন। কিন্তু ইপিএফও এই ধরনের আবেদন প্রত্যাখ্যান করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে অনেক কর্মচারী আদালতে যান। ২০২২ সালের নভেম্বরে সর্বোচ্চ ১৫০০০ পেনশনযোগ্য বেতনের নিয়মকে সঠিক বলে মেনে নেয় সুপ্রিম কোর্ট।
advertisement
আদালত বলে, যে কর্মচারীরা ১ সেপ্টেম্বর, ২০১৪ এবং তার আগে ইপিএফও-এর সদস্য হয়েছেন এবং তাঁদের নিয়োগকর্তারা ইপিএফও-তে যৌথ আবেদন করে উচ্চ পেনশন স্কিমের জন্য আবেদন করতে পারে।
advertisement
আরও পড়ুন: Mamata Banerjee: ‘২ বছর সময় দিন, তারপর..’ ভোটের আগেই বড় প্রতিশ্রুতি মমতার
হায়ার পেনশন প্রকল্পের অধীনে, এক জন কর্মচারীর মূল বেতনের ৮.৩৩ শতাংশ তাঁর নিয়োগকর্তা ইপিএস অ্যাকাউন্টে জমা দেবে। অর্থাৎ, যদি এক জন কর্মচারী হায়ার পেনশন স্কিম বেছে নেন, তাহলে তাঁর মূল বেতন এক লাখ হলে, মূল বেতনের ৮.৩৩ শতাংশ অর্থাৎ ৮৩৩০ টাকা ইপিএস-এ জমা হবে। বাকি ৩.৭ শতাংশ ইপিএফ অ্যাকাউন্টে। যাঁরা ২০১৪ সালের ১ সেপ্টেম্বরের পরে ইপিএফও-তে যোগ দিয়েছেন, তাঁরা এই স্কিমের সুবিধা পাবেন না।
advertisement
আবেদন:
ইপিএফও পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। দিতে হবে প্রয়োজনীয় নথিপত্র। এর আগে আবেদনের শেষ দিন ছিল গত ৩ মে, ২০২৩ তারিখ। যা বাড়িয়ে ২৬ জুন করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
হায়ার পেনশন স্কিম বেছে নেওয়ার জন্য আর মাত্র ৯ দিন বাকি! কারা সুবিধা পাবেন দেখে নিন!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement