Paytm Share Price: RBI-র সিদ্ধান্তের পরেই বিরাট ধাক্কা Paytm-এর শেয়ারে, ২০% মতো ধস
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Paytm Share Price: এদিন শেয়ার বাজেটে বিপুল ধাক্কা খেয়েছে Paytm-এর শেয়ার
রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণার জেরে Paytm-এর শেয়ারে পতন হয়েছে। এদিন বাজার খোলার সঙ্গে সঙ্গে Paytm-এর শেয়ার ২০ শতাংশের লোয়ার সার্কিটে নেমে গিয়েছে। যার কারণে শেয়ারের দাম প্রায় ১৫২ টাকা কমেছে। বুধবার এনএসইতে Paytm শেয়ারের দাম ছিল ৭৬১.২০ টাকা। কিন্তু এদিন শেয়ার বাজেটে বিপুল ধাক্কা খেয়েছে Paytm-এর শেয়ার।
advertisement
Paytm-এর শেয়ারের দাম বর্তমানে ১৫২.২০ টাকা (১৯.৯৯%) পতনের সঙ্গে ৬০৯ টাকায় লোয়ার সার্কিটে রয়েছে। প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিদ্ধান্তের পরেই Paytm-এর শেয়ারের এই পতন ঘটেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ৩১ জানুয়ারি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপর বড় ব্যবসায়িক বিধিনিষেধ আরোপ করেছে, নতুন আমানত গ্রহণ এবং ক্রেডিট লেনদেন পরিচালনার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর পরেরদিনই প্রভাব বাজারে দেখা গিয়েছে। যদিও এই প্রথমবার নয় যে RBI দ্বারা Paytm-এ এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
advertisement
RBI জানিয়েছে, Paytm পেমেন্টস ব্যাঙ্ক নতুন আমানত, ক্রেডিট লেনদেন বা কোনও গ্রাহক অ্যাকাউন্ট টপ-আপ গ্রহণ করতে পারবে না। এর মধ্যে প্রিপেইড ডিভাইস, ওয়ালেট, FASTags এবং NCMC কার্ডও রয়েছে। তবে RBI Paytm-এর অন্য কোনও পরিষেবা নিষিদ্ধ করেনি এবং অন্যান্য পরিষেবাগুলি আগের মতোই চলবে। আমরা আপনাকে বলি যে NSE তে Paytm শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ ৯৯৮.৩০ টাকা। যেখানে এর ৫২ সপ্তাহের কম দাম ৫১৫.২৫ টাকা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2024 2:24 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Paytm Share Price: RBI-র সিদ্ধান্তের পরেই বিরাট ধাক্কা Paytm-এর শেয়ারে, ২০% মতো ধস