Oppo India: কর ফাঁকির গুরুতর অভিযোগ, এবার বিপাকে মোবাইল নির্মাতা সংস্থা ওপ্পো

Last Updated:

চিনের গুয়াংডং ওপ্পো মোবাইল টেলিকমিউনিকেসন্স কর্পোরেশনস লিমিটেডের অধীনস্ত সংস্থা ওপ্পো ইন্ডিয়া৷

বিপাকে ওপ্পো৷
বিপাকে ওপ্পো৷
#দিল্লি: মোবাইল নির্মাতা সংস্থার ওপ্পোর বিরুদ্ধে কর ফাঁকির গুরুতর অভিযোগ৷ ওপ্পো ইন্ডিয়ার দফতরে হানা দিয়ে ৪৩৮৯ কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ তুলেছে ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই৷
চিনের গুয়াংডং ওপ্পো মোবাইল টেলিকমিউনিকেসন্স কর্পোরেশনস লিমিটেডের অধীনস্ত সংস্থা ওপ্পো ইন্ডিয়া৷ অভিযোগ, আর এক চিনা মোবাইল নির্মাতা সংস্থা ভিভো-র মতোই একই কৌশলে কর ফাঁকি দিয়েছে ওপ্পো৷ কিছুদিন আগেই দেশের প্রায় চল্লিশটি জায়গায় ভিভো-র দফতরে আর্থিক তছরূপের অভিযোগে হানা দিেয়ছিল ইডি৷ অভিযোগ ওঠে, কর ফাঁকি দিতে ভারতে সংস্থার লেনদেনের প্রায় পঞ্চাশ শতাংশ টাকা চিনে পাঠিয়ে দিয়েছিল সংস্থা৷ যার পরিমাণ ছিল ৬২ হাজার ৪৭৬ কোটি টাকা৷
advertisement
advertisement
অর্থ মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, প্রায় ৪ হাজার ৩৮৯ কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়েছে ওপ্পো৷ সংস্থার দফতর ছাড়াও বেশ কিছু পদস্থ কর্মীর বাড়িতেও হানা দেয় ডিআরআই-এর আধিকারিকরা৷ তল্লাশি এবং তদন্তে জানা গিয়েছে, কর ফাঁকি দিতে ইচ্ছাকৃত ভাবে বেশ কিছু পণ্যের আমদানি সংক্রান্ত তথ্য গোপন করেছে ওপ্পো৷
advertisement
অর্থ মন্ত্রকের বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, রয়্যালটি বা লাইসেন্স ফি-র নামে চিন সহ বিভিন্ন দেশে অবস্থিত বেশ কয়েকটি বহুজাতিক সংস্থাকে মোটা অঙ্কের অর্থ পাঠানোর ব্যবস্থা করে ওপ্পো ইন্ডিয়া৷
যদিও এ দেশে সংস্থার লেনদেন সংক্রান্ত তথ্য দেওয়ার সময় এই লাইসেন্স ফি বা রয়্যালটি সংক্রান্ত কোনও তথ্যই সরকারকে জানানো হয়নি৷ যা আইন বিরুদ্ধ বলেই দাবি অর্থ মন্ত্রকের৷ ইতিমধ্যেই ৪৩৮৯ কোিট টাকা দাবি করে ওপ্পো ইন্ডিয়াকে শো কজ নোটিস পাঠানো হয়েছে৷
advertisement
ভারতে ওপ্পো ছাড়াও রিয়েল মি, ওয়ান প্লাস ব্র্যান্ডের ফোনের বিক্রির সঙ্গে যুক্ত ওপ্পো৷ গত বছরের শেষ দিকে একই ধরনের অভিযোগ উঠেছিল আর এক চিনা মোবাইল নির্মাতা সংস্থা শাওমির বিরুদ্ধে৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Oppo India: কর ফাঁকির গুরুতর অভিযোগ, এবার বিপাকে মোবাইল নির্মাতা সংস্থা ওপ্পো
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement