Oppo India: কর ফাঁকির গুরুতর অভিযোগ, এবার বিপাকে মোবাইল নির্মাতা সংস্থা ওপ্পো
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
চিনের গুয়াংডং ওপ্পো মোবাইল টেলিকমিউনিকেসন্স কর্পোরেশনস লিমিটেডের অধীনস্ত সংস্থা ওপ্পো ইন্ডিয়া৷
#দিল্লি: মোবাইল নির্মাতা সংস্থার ওপ্পোর বিরুদ্ধে কর ফাঁকির গুরুতর অভিযোগ৷ ওপ্পো ইন্ডিয়ার দফতরে হানা দিয়ে ৪৩৮৯ কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ তুলেছে ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই৷
চিনের গুয়াংডং ওপ্পো মোবাইল টেলিকমিউনিকেসন্স কর্পোরেশনস লিমিটেডের অধীনস্ত সংস্থা ওপ্পো ইন্ডিয়া৷ অভিযোগ, আর এক চিনা মোবাইল নির্মাতা সংস্থা ভিভো-র মতোই একই কৌশলে কর ফাঁকি দিয়েছে ওপ্পো৷ কিছুদিন আগেই দেশের প্রায় চল্লিশটি জায়গায় ভিভো-র দফতরে আর্থিক তছরূপের অভিযোগে হানা দিেয়ছিল ইডি৷ অভিযোগ ওঠে, কর ফাঁকি দিতে ভারতে সংস্থার লেনদেনের প্রায় পঞ্চাশ শতাংশ টাকা চিনে পাঠিয়ে দিয়েছিল সংস্থা৷ যার পরিমাণ ছিল ৬২ হাজার ৪৭৬ কোটি টাকা৷
advertisement
advertisement
অর্থ মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, প্রায় ৪ হাজার ৩৮৯ কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়েছে ওপ্পো৷ সংস্থার দফতর ছাড়াও বেশ কিছু পদস্থ কর্মীর বাড়িতেও হানা দেয় ডিআরআই-এর আধিকারিকরা৷ তল্লাশি এবং তদন্তে জানা গিয়েছে, কর ফাঁকি দিতে ইচ্ছাকৃত ভাবে বেশ কিছু পণ্যের আমদানি সংক্রান্ত তথ্য গোপন করেছে ওপ্পো৷
advertisement
অর্থ মন্ত্রকের বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, রয়্যালটি বা লাইসেন্স ফি-র নামে চিন সহ বিভিন্ন দেশে অবস্থিত বেশ কয়েকটি বহুজাতিক সংস্থাকে মোটা অঙ্কের অর্থ পাঠানোর ব্যবস্থা করে ওপ্পো ইন্ডিয়া৷
যদিও এ দেশে সংস্থার লেনদেন সংক্রান্ত তথ্য দেওয়ার সময় এই লাইসেন্স ফি বা রয়্যালটি সংক্রান্ত কোনও তথ্যই সরকারকে জানানো হয়নি৷ যা আইন বিরুদ্ধ বলেই দাবি অর্থ মন্ত্রকের৷ ইতিমধ্যেই ৪৩৮৯ কোিট টাকা দাবি করে ওপ্পো ইন্ডিয়াকে শো কজ নোটিস পাঠানো হয়েছে৷
advertisement
ভারতে ওপ্পো ছাড়াও রিয়েল মি, ওয়ান প্লাস ব্র্যান্ডের ফোনের বিক্রির সঙ্গে যুক্ত ওপ্পো৷ গত বছরের শেষ দিকে একই ধরনের অভিযোগ উঠেছিল আর এক চিনা মোবাইল নির্মাতা সংস্থা শাওমির বিরুদ্ধে৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 13, 2022 5:05 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Oppo India: কর ফাঁকির গুরুতর অভিযোগ, এবার বিপাকে মোবাইল নির্মাতা সংস্থা ওপ্পো