‘মেক ইন ইন্ডিয়া’ এখন ছোট্ট গ্রামেও, যাদের রয়েছে নিজের ওয়েবসাইট, চলছে জমিয়ে অর্ডার

Last Updated:

পাশাপাশি রাজস্থানের বিভিন্ন খাদ্যদ্রব্য বানানোর পরম্পরাও রয়েছে৷ তার মধ্যে শুকনো শস্যও খুবই পপুলার৷

জেলার সদর শহর তহসিলের গ্রাম উড়সর ডিজিটাল ক্রান্তি এক দারুণ জায়গায় পৌঁছে গেছে৷
জেলার সদর শহর তহসিলের গ্রাম উড়সর ডিজিটাল ক্রান্তি এক দারুণ জায়গায় পৌঁছে গেছে৷
চুরু:  এই যুগ প্রযুক্তির যুগ৷ চারদিকে যেখানে তাকান, যে কোনও কাজ করুন সবকিছুতেই বুঝে বা না বুঝে প্রযুক্তির ব্যবহার হয়েই থাকে৷ বর্তমানে প্রচুর মানুষ অনলাইনেই কেনাকাটা করতে পছন্দ করেন৷ এমনকি প্রত্যন্ত গ্রামের প্রান্তে থাকা মানুষও এখন অনলাইন শপিংয়ের বিষয়ে জেনে গেছেন৷
জেলার সদর শহর তহসিলের গ্রাম উড়সর ডিজিটাল ক্রান্তি এক দারুণ জায়গায় পৌঁছে গেছে৷ দেশের প্রযুক্তির উড়ান যে বিশাল হয়েছে তা এই উদাহরণ থেকে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে৷  পঞ্চায়েত উড়সরে এন নিজস্ব অনলাইন ওয়েবসাইট তৈরি হয়েছে৷ সেখানে জিনিসপত্র বিক্রি করা হচ্ছে৷ তার থেকে গ্রামীণ মানুষেরা রোজগার পাচ্ছেন৷ গ্রামের মানুষ এখন এটাকে ভিত্তি করে আত্মনির্ভর হয়ে উঠছে৷ এই ওয়েবসাইট থেকে ছোট গ্রামটির ২৫ থেকে ৩০ জন মানুষ রোজগার করছে৷ যাতে মহিলারাও রয়েছেন৷
advertisement
advertisement
এই ওয়েবসাইটে আপনি খাটিয়া থেকে সবজি আনাতে পারেন
বহু বছরে এই গ্রামের পরম্পরা রয়েছে  পরিবর্তিত সময়ের সঙ্গে সঙ্গে তাঁর কারিগরি হারিয়ে যেতে চলেছে৷ সেই সব ফের একবার প্রাণ ফিরে পেয়েছে৷ যেমন চারপেয়ে খাটিয়া, পিঁড়ে বানানো, মহিলাদের তৈরি করা ঘর সাজানোর জিনিসও রয়েছে৷
advertisement
পাশাপাশি রাজস্থানের বিভিন্ন খাদ্যদ্রব্য বানানোর পরম্পরাও রয়েছে৷ তার মধ্যে শুকনো শস্যও খুবই পপুলার৷ যার মধ্যে সাংরি, কের, বড়ি, পাপড়, ফফলিয়া, কাচরি রয়েছে৷ এছাড়াও গ্রাম পঞ্চায়েত উড়সড় থেকে দেশি ঘি তৈরি হচ্ছে৷ এর মাধ্যমে গ্রামের মানুষ প্রচুর রোজগার করতে পারছে৷ একে ধরে নিয়ে লুপ্ত হতে চলা পরম্পরা ফের একবার বেঁচে উঠেছে৷
advertisement
অনলাইন ডিমান্ড পুরো হচ্ছে
ওয়েবসাইট চালাচ্ছেন রাকেশ পান্ডিয়া জানিয়েছেন গ্রামে আমরা গ্রামের একটি ওয়েবসাইট বানানো হয়েছে, পঞ্চায়েত উড়সর যা সমাজের উন্নয়নের জন্য কাজ করছে৷ যে যা জিনিস চাইছে সেখানেই আমরা প্রয়োজনীয় জিনিস পাঠিয়ে দিচ্ছি৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
‘মেক ইন ইন্ডিয়া’ এখন ছোট্ট গ্রামেও, যাদের রয়েছে নিজের ওয়েবসাইট, চলছে জমিয়ে অর্ডার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement