Onion Price Hike: লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম..! একধাক্কায় ৩ গুণ বাড়ল পেঁয়াজ! রেট কত যাচ্ছে?
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Onion Price Hike; পেঁয়াজের ঝাঁঝে চোখে জল মধ্যবিত্তের! কোথাও ৮০ তো কোথাও ১০০! কবে কমবে দাম?
জলপাইগুড়ি: পেঁয়াজের দাম বৃদ্ধিতে পকেটে টান গৃহস্থের। পেঁয়াজের ঝাঁঝে নয়, দাম শুনেই চোখে জল আসছে সাধারণ মধ্যবিত্ত মানুষের। উৎসবের মরশুমে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিভিন্ন খুচরো এবং পাইকারি বাজারে লাগাতার বাড়ছে পেঁয়াজের দাম। জলপাইগুড়ি জেলার সব থেকে বড় সবজি ক্রয়-বিক্রয় কেন্দ্র ধুপগুড়ি রেগুলেটেড মার্কেট। এই মার্কেটে রয়েছে পেঁয়াজের বড় বড় আড়তদার।
মূলত এই মার্কেট থেকে পেঁয়াজ পাড়ি দেয় বিভিন্ন বাজারে। আগে পাইকারি বাজারে প্রথমে পেঁয়াজের দাম ছিল ১৮ টাকা থেকে ২০ টাকা, এরপর দাম বেড়ে হয় ৩০-৩৫ টাকা। বর্তমানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম প্রায় ৫০-৫৫ টাকা। খুচরো বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় ৬০-৬৫ টাকা। ক্রমাগত পেঁয়াজের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের পাশাপাশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদেরও।
advertisement
advertisement
এই প্রসঙ্গে পেঁয়াজ ব্যবসায়ী সাধন মজুমদার বলেন, পেঁয়াজ ভিন রাজ্য থেকে আসে। সেই কারণে আমাদের কিছুই করার নেই, তবে দাম বেড়ে যাচ্ছে। ক্রেতারা প্রশ্ন করছে কিন্তু তার জবাব নেই আমাদের কাছে। পাশাপাশি পেঁয়াজের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে এক প্রকার জোর করেই মুখে হাসি ফুটিয়ে ক্রেতা বৈদ্যনাথ রায় বলেন, কী আর করব, পেয়াজ তো লাগবেই, আগে ৩০-৩৫ টাকা কেজি কিনেছি আর বর্তমানে ৬০-৭০ টাকা কেজি পেয়াজ কিনছি। কবে একটু পড়তির দিকে হবে পেঁয়াজের দাম তা জানা নেই।
advertisement
সুরজিৎ দে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2023 11:52 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Onion Price Hike: লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম..! একধাক্কায় ৩ গুণ বাড়ল পেঁয়াজ! রেট কত যাচ্ছে?