Onion Price Hike: লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম..! একধাক্কায় ৩ গুণ বাড়ল পেঁয়াজ! রেট কত যাচ্ছে?

Last Updated:

Onion Price Hike; পেঁয়াজের ঝাঁঝে চোখে জল মধ্যবিত্তের! কোথাও ৮০ তো কোথাও ১০০! কবে কমবে দাম?

+
পেঁয়াজের

পেঁয়াজের ঝাঁঝে চোখে জল মধ্যবিত্তের

জলপাইগুড়ি: পেঁয়াজের দাম বৃদ্ধিতে পকেটে টান গৃহস্থের। পেঁয়াজের ঝাঁঝে নয়, দাম শুনেই চোখে জল আসছে সাধারণ মধ্যবিত্ত মানুষের। উৎসবের মরশুমে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিভিন্ন খুচরো এবং পাইকারি বাজারে লাগাতার বাড়ছে পেঁয়াজের দাম। জলপাইগুড়ি জেলার সব থেকে বড় সবজি ক্রয়-বিক্রয় কেন্দ্র ধুপগুড়ি রেগুলেটেড মার্কেট। এই মার্কেটে রয়েছে পেঁয়াজের বড় বড় আড়তদার।
মূলত এই মার্কেট থেকে পেঁয়াজ পাড়ি দেয় বিভিন্ন বাজারে। আগে পাইকারি বাজারে প্রথমে পেঁয়াজের দাম ছিল ১৮ টাকা থেকে ২০ টাকা, এরপর দাম বেড়ে হয় ৩০-৩৫ টাকা। বর্তমানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম প্রায় ৫০-৫৫ টাকা। খুচরো বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় ৬০-৬৫ টাকা। ক্রমাগত পেঁয়াজের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের পাশাপাশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদেরও।
advertisement
advertisement
এই প্রসঙ্গে পেঁয়াজ ব্যবসায়ী সাধন মজুমদার বলেন, পেঁয়াজ ভিন রাজ্য থেকে আসে। সেই কারণে আমাদের কিছুই করার নেই, তবে দাম বেড়ে যাচ্ছে। ক্রেতারা প্রশ্ন করছে কিন্তু তার জবাব নেই আমাদের কাছে। পাশাপাশি পেঁয়াজের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে এক প্রকার জোর করেই মুখে হাসি ফুটিয়ে ক্রেতা বৈদ্যনাথ রায় বলেন, কী আর করব, পেয়াজ তো লাগবেই, আগে ৩০-৩৫ টাকা কেজি কিনেছি আর বর্তমানে ৬০-৭০ টাকা কেজি পেয়াজ কিনছি। কবে একটু পড়তির দিকে হবে পেঁয়াজের দাম তা জানা নেই।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Onion Price Hike: লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম..! একধাক্কায় ৩ গুণ বাড়ল পেঁয়াজ! রেট কত যাচ্ছে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement