গাইঘাটা: জেলায় মিলেছে খনিজ তেলের সন্ধান। ওএনজিসির তরফ থেকে তাই জেলার নানা প্রান্তে চালানো হচ্ছে পরীক্ষা-নিরীক্ষা। ইতিমধ্যেই অশোকনগরে তৈরি হয়েছে ওএনজিসি তৈল উত্তোলন কেন্দ্র। জেলার নানা প্রান্তে খনিজ তেল থাকার সম্ভাবনা তৈরি হতেই, খোঁজ চালাচ্ছে ওএনজিসি। তবে খনিজ তেলের সন্ধান চালাতে গিয়ে ফাটল ধরেছে বিভিন্ন বাড়িতে, ফলে আতঙ্কে স্থানীয়রা।
গাইঘাটা বিধানসভার অন্তর্গত জামদানি এলাকায় ওএনজিসির পক্ষ থেকে খনিজ তেলের সন্ধানের জন্য অত্যাধুনিক প্রক্রিয়ায় চালানো হচ্ছে খোঁজ। তারের মাধ্যমে দূর-দূরান্তে পাতা হচ্ছে ডিনামাইট। আর সেই বিস্ফোরণেই কেঁপে উঠছে গোটা এলাকা। কম্পনের ফলেই ফাটল ধরছে এলাকার বাড়িগুলিতে। আর তাতেই মাথায় হাত স্থানীয় বাসিন্দাদের।
এলাকার বেশ কিছু বাড়িতে এ ধরনের ফাটল লক্ষ্য করা গিয়েছে। এই পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য এলাকার নানা প্রান্তে বিভিন্ন রঙের তার ফেলে, নানাভাবে চলছে পরীক্ষা-নিরীক্ষা। জেলার বিস্তীর্ণ এলাকায় খনিজ তেল রয়েছে বলেই অনুমান করা হয়েছে ওএনজিসি'র তরফ থেকে। তেলের সন্ধান মিললে বদলাবে অর্থনৈতিক অবস্থাও তাই অনেক ক্ষেত্রেই মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেলেও, নিজেদের বাসস্থানে ফাটল ধরতেই বিষয়টি নিয়ে চিন্তিত এলাকাবাসীরা। কষ্টের টাকায় তৈরি মাথার ছাদ ভেঙে পড়লে কে দেবে ক্ষতিপূরণ! কার কাছে জানালে সমস্যার সমাধান মিলবে তাও বুঝে উঠতে পারছেন না এলাকাবাসীরা।
Rudra Narayan Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।