Gaighata| ONGC|| আতঙ্ক! খনিজ তেল খুঁজছে ওএনজিসি, গাইঘাটায় ঘরে ঘরে ধরছে ফাটল  

Last Updated:

Gaighata Tension: জেলায় মিলেছে খনিজ তেলের সন্ধান। ওএনজিসির তরফ থেকে তাই জেলার নানা প্রান্তে চালানো হচ্ছে পরীক্ষা-নিরীক্ষা। খনিজ তেল খুঁজছে ওএনজিসি, ঘরে ঘরে ধরছে ফাটল ...

+
খনিজ

খনিজ তেল খুঁজছে ওএনজিসি

গাইঘাটা: জেলায় মিলেছে খনিজ তেলের সন্ধান। ওএনজিসির তরফ থেকে তাই জেলার নানা প্রান্তে চালানো হচ্ছে পরীক্ষা-নিরীক্ষা। ইতিমধ্যেই অশোকনগরে তৈরি হয়েছে ওএনজিসি তৈল উত্তোলন কেন্দ্র। জেলার নানা প্রান্তে খনিজ তেল থাকার সম্ভাবনা তৈরি হতেই, খোঁজ চালাচ্ছে ওএনজিসি। তবে খনিজ তেলের সন্ধান চালাতে গিয়ে ফাটল ধরেছে বিভিন্ন বাড়িতে, ফলে আতঙ্কে স্থানীয়রা।
গাইঘাটা বিধানসভার অন্তর্গত জামদানি এলাকায় ওএনজিসির পক্ষ থেকে খনিজ তেলের সন্ধানের জন্য অত্যাধুনিক প্রক্রিয়ায় চালানো হচ্ছে খোঁজ। তারের মাধ্যমে দূর-দূরান্তে পাতা হচ্ছে ডিনামাইট। আর সেই বিস্ফোরণেই কেঁপে উঠছে গোটা এলাকা। কম্পনের ফলেই ফাটল ধরছে এলাকার বাড়িগুলিতে। আর তাতেই মাথায় হাত স্থানীয় বাসিন্দাদের।
আরও পড়ুনঃ গন্ধে প্রাণ যায়, সেই সিদল শুঁটকির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা, হুড়মুড়িয়ে বাড়ছে ব্যাঙ্ক ব্যালেন্স
এলাকার বেশ কিছু বাড়িতে এ ধরনের ফাটল লক্ষ্য করা গিয়েছে। এই পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য এলাকার নানা প্রান্তে বিভিন্ন রঙের তার ফেলে, নানাভাবে চলছে পরীক্ষা-নিরীক্ষা। জেলার বিস্তীর্ণ এলাকায় খনিজ তেল রয়েছে বলেই অনুমান করা হয়েছে ওএনজিসি'র তরফ থেকে। তেলের সন্ধান মিললে বদলাবে অর্থনৈতিক অবস্থাও তাই অনেক ক্ষেত্রেই মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেলেও, নিজেদের বাসস্থানে ফাটল ধরতেই বিষয়টি নিয়ে চিন্তিত এলাকাবাসীরা। কষ্টের টাকায় তৈরি মাথার ছাদ ভেঙে পড়লে কে দেবে ক্ষতিপূরণ! কার কাছে জানালে সমস্যার সমাধান মিলবে তাও বুঝে উঠতে পারছেন না এলাকাবাসীরা।
advertisement
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gaighata| ONGC|| আতঙ্ক! খনিজ তেল খুঁজছে ওএনজিসি, গাইঘাটায় ঘরে ঘরে ধরছে ফাটল  
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement