ক্যাব পরিষেবায় এবার ইলেকট্রিক গাড়ি ব্যবহার করতে চলেছে ওলা

Last Updated:

বিভিন্ন ইলেকট্রিক গাড়িও এবার রাস্তায় নামাতে চলেছে সংস্থা ৷

#নয়াদিল্লি: দেশের সর্বত্রই অন-ডিমান্ড ক্যাবের চাহিদা দিন দিন বেড়েই চলেছে ৷ এর জন্য অ্যাপ ক্যাব সংস্থাগুলিও তাদের পরিষেবায় অনেক নতুনত্ব আনছে ৷ ওলা যেমন মাইক্রো-মিনি-আউটস্টেশন-রেন্টাল-শাটল ইত্যাদি নানারকম পরিষেবার পাশাপাশি আরও একটা নতুন পরিষেবা এবার দিতে চলেছে যাত্রীদের ৷ সেটা হল বিভিন্ন ইলেকট্রিক গাড়িও এবার রাস্তায় নামাতে চলেছে সংস্থা ৷ তবে এর জন্য কত টাকা বাজেট স্থির হয়েছে, সেটা ওলার পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি ৷
দেশে অ্যাপ ক্যাবের ব্যবসা সব মিলিয়ে ১২ বিলিয়ন ডলারের ৷ উবেরের সঙ্গে সমান তালে দেশের বড় শহরগুলিতে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ওলার ব্যবসা ৷ পরিষেবায় খরচ কমাতেই এবার ইলেকট্রিক গাড়ির ব্যবহার করতে চলেছে ওলা ৷ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওলার পাইলট প্রজেক্ট হিসেবে ( যার মধ্যে রয়েছে দু’চাকার যান, অটো-রিকশা এবং গাড়ি) তেলেঙ্গানা রাজ্য এবং নাগপুরে চালু হবে ইলেকট্রিক গাড়ির ওলা পরিষেবা ৷
advertisement
দেশে ইলেকট্রিক গাড়ির ব্যবসাও সেভাবে বৃদ্ধি পায়নি ৷ সরকারের তরফ থেকে অনেক স্কিম এবং গাড়ি নির্মাণকারী সংস্থাগুলি বেশ কিছু অফার দিলেও এইধরণের গাড়ির ব্যবসা বিশেষ বাড়েনি এদেশে ৷ ২০১৬-১৭ আর্থিক বছরে সারা দেশে মাত্র ২২ হাজার ইলেকট্রিক গাড়িই বিক্রি হয়েছে ৷ ক্যাব পরিষেবায় এবার ইলেকট্রিক গাড়ি ব্যবহৃত হলে এই গাড়ির বিক্রিও অনেকাংশে বাড়বে বলে মনে করা হচ্ছে
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ক্যাব পরিষেবায় এবার ইলেকট্রিক গাড়ি ব্যবহার করতে চলেছে ওলা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement