চলতে চলতে ভেঙে দুটুকরো, ৬ দিন আগে কেনা বাইকের হাল দেখে মাথায় হাত, ফাঁড়া কাটছে না ওলা-র!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
সব মিলিয়ে ওলা ইলেকট্রিকের ফাঁড়া যেন কাটতেই চাইছে না।
#কলকাতা: কী বিপদ! ওলার নতুন ই-স্কুটার কিনেছেন। মনের আনন্দে চাপছিলেন। আচমকাই ভেঙে দু টুকরো! মাথায় হাত ক্রেতার। বিপাকে ওলা ইলেকট্রিক-ও। কয়েকদিন আগেই তাদের ই-স্কুটারে আচমকা আগুন লেগে গিয়েছিল। এবার ৬ দিন আগে কেনা স্কুটার ভেঙে দু টুকরো হওয়ার খবর সামনে এল। সব মিলিয়ে ওলা ইলেকট্রিকের ফাঁড়া যেন কাটতেই চাইছে না।
সঞ্জীব জৈন নামে এক ব্যক্তি মাত্র ৬ দিন আগে ওলার ই-স্কুটার কেনেন। কিন্তু চলতে চলতে আচমকাই সাসপেনশন ভেঙে যায়। রাস্তার মাঝেই মুখ থুবড়ে পড়ে স্কুটার। খুলে বেরিয়ে যায় সামনের চাকা। এই নিয়ে একটি ফেসবুক পোস্টে ওলা ইলেকট্রিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
advertisement
advertisement
ওলা এস১ প্রো ইলেকট্রিক স্কুটার কেনেন সঞ্জীব। দু টুকরো হয়ে যাওয়া গাড়ির সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এস১ প্রো ইলেকট্রিক স্কুটার নামে একটি ফেসবুক পেজে সেই ছবি পোস্ট করেছিলেন সঞ্জীব। তারপরই লাইক, শেয়ার, কমেন্টের বন্যা। সঞ্জীব জানিয়েছেন, বাড়ির সামনে নতুন কেনা স্কুটার চালাচ্ছিলেন। হঠাৎ একটা ঝাঁকুনিতে সাসপেনশন ভেঙে যায়। খুলে বেরিয়ে যায় সামনের চাকা। মাটিতে বসে যায় স্কুটারের সামনে অংশ। উল্টে পড়েন সঞ্জীব। প্রসঙ্গত, ওলা এস১ প্রো-র অন রোড দাম প্রায় ১.৩৯ লক্ষ টাকা।
advertisement
উল্লেখ্য, এবারই প্রথম নয়। ওলা স্কুটার নিয়ে এর আগেও একাধিক অভিযোগ সামনে এসেছে। বাইকে আচমকা আগুন লেগে যাওয়ার ঘটনাও ঘটেছে। সে বার এক ক্রেতা তাঁর সদ্য কেনা ওলা স্কুটারে চার্জ দিচ্ছিলেন। আচমকা তাতে আগুন ধরে যায়। এই নিয়েও বিতর্ক কম হয়নি। এমন একের পর এক ঘটনায়, ওলা স্কুটার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাছাড়া, আগুন লাগা, ভেঙে যাওয়ার মতো ঘটনায় ক্রেতারাও আতঙ্কিত।
advertisement
সেপ্টেম্বরে সবচেয়ে বেশি স্কুটার বিক্রি হয়: সেপ্টেম্বর মাসে রেকর্ড স্কুটার বিক্রি করেছে ওলা। শুধু তাই নয়, ইলেকট্রিক স্কুটারের শীর্ষ বিক্রেতাও তারা। এই তথ্য জানিয়েছেন খোদ ওলা ইলেকট্রিকের সিইও ভবিশ আগরওয়াল। শুধু তাই নয়, দীপাবলির আগে নতুন মডেলের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার কথাও জানিয়েছেন। এর দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে থাকবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 15, 2022 10:46 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
চলতে চলতে ভেঙে দুটুকরো, ৬ দিন আগে কেনা বাইকের হাল দেখে মাথায় হাত, ফাঁড়া কাটছে না ওলা-র!