আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ফের পতন দেখা গিয়েছে ৷ শনিবার ব্রেন্ট ক্রুডের দাম ২.৯৪ ডলার (৩.১১ শতাংশ) কমে প্রতি ব্যারেলে ৯১.৬৩ ডলার হয়ে গিয়েছে ৷ WTI এর দাম ৩.৫০ ডলার (৩.৯৩ শতাংশ) সস্তা হয়ে প্রতি ব্যারেলে ৮৫.৬১ ডলার হয়ে গিয়েছে ৷ সরকারি তেল সংস্থাগুলি এদিনের জন্য ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দিয়েছে ৷
হিমাচল প্রদেশে পেট্রোল ০.৮৭ টাকা বেড়ে প্রতি লিটারে ৯৫.৯৩ টাকা হয়েছে ৷ ডিজেল ০.৭৪ টাকা বেড়ে প্রতি লিটারে ৮২.১৫ টাকা হয়েছে ৷ জম্মু-কাশ্মীরে পেট্রোলে ০.৪৪ টাকা বেড়ে প্রতি লিটারে ১০০.৭৯ টাকা হয়েছে ৷ ডিজেল ০.৪১ টাকা বেড়ে ৮৬.০৫ টাকা হয়ে গিয়েছে ৷ বিহারে পেট্রোল-ডিজেলের দাম কমে গিয়েছে ৷ এখানে পেট্রোল ০.৪৯ টাকা সস্তা হয়ে প্রতি লিটারে ১০৯.১৭ টাকা হয়েছে ৷ ডিজেল ০.৪৬ টাকা কমে ৯৫.৮২ টাকায় বিক্রি হচ্ছে ৷ এছাড়া হরিয়ানায় পেট্রোল ০.২১ টাকা সস্তা হয়ে ৯৭.৩৪ টাকা, ডিজেল ৯০.১৯ টাকা হয়েছে ৷ পঞ্জাবে পেট্রোল ০.৫৪ টাকা কমে গিয়ে প্রতি লিটারে ৯৬.৩৫ টাকা হয়েছে ও ডিজেল ০.৫৩ টাকা সস্তা হয়ে প্রতি লিটারে ৮৬.৭১ টাকা হয়েছে ৷ তবে দেশের চার মহানগর-দিল্লি, চেন্নাই, কলকাতা ও মুম্বইয়ে অপরিবর্তিত রাখা হয়েছে জ্বালানির দাম ৷