Petrol Diesel Prices: বিভিন্ন শহরে সস্তা হল জ্বালানি! দেখে নিন আপনার শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম

Last Updated:
এক নজরে দেখে নিন দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম-
1/5
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ফের পতন দেখা গিয়েছে ৷ শনিবার ব্রেন্ট ক্রুডের দাম ২.৯৪ ডলার (৩.১১ শতাংশ) কমে প্রতি ব্যারেলে ৯১.৬৩ ডলার হয়ে গিয়েছে ৷ WTI এর দাম ৩.৫০ ডলার (৩.৯৩ শতাংশ) সস্তা হয়ে প্রতি ব্যারেলে ৮৫.৬১ ডলার হয়ে গিয়েছে ৷ সরকারি তেল সংস্থাগুলি এদিনের জন্য ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দিয়েছে ৷
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ফের পতন দেখা গিয়েছে ৷ শনিবার ব্রেন্ট ক্রুডের দাম ২.৯৪ ডলার (৩.১১ শতাংশ) কমে প্রতি ব্যারেলে ৯১.৬৩ ডলার হয়ে গিয়েছে ৷ WTI এর দাম ৩.৫০ ডলার (৩.৯৩ শতাংশ) সস্তা হয়ে প্রতি ব্যারেলে ৮৫.৬১ ডলার হয়ে গিয়েছে ৷ সরকারি তেল সংস্থাগুলি এদিনের জন্য ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দিয়েছে ৷
advertisement
2/5
হিমাচল প্রদেশে পেট্রোল ০.৮৭ টাকা বেড়ে প্রতি লিটারে ৯৫.৯৩ টাকা হয়েছে ৷ ডিজেল ০.৭৪ টাকা বেড়ে প্রতি লিটারে ৮২.১৫ টাকা হয়েছে ৷ জম্মু-কাশ্মীরে পেট্রোলে ০.৪৪ টাকা বেড়ে প্রতি লিটারে ১০০.৭৯ টাকা হয়েছে ৷ ডিজেল ০.৪১ টাকা বেড়ে ৮৬.০৫ টাকা হয়ে গিয়েছে ৷ বিহারে পেট্রোল-ডিজেলের দাম কমে গিয়েছে ৷ এখানে পেট্রোল ০.৪৯ টাকা সস্তা হয়ে প্রতি লিটারে ১০৯.১৭ টাকা হয়েছে ৷ ডিজেল ০.৪৬ টাকা কমে ৯৫.৮২ টাকায় বিক্রি হচ্ছে ৷ এছাড়া হরিয়ানায় পেট্রোল ০.২১ টাকা সস্তা হয়ে ৯৭.৩৪ টাকা, ডিজেল ৯০.১৯ টাকা হয়েছে ৷ পঞ্জাবে পেট্রোল ০.৫৪ টাকা কমে গিয়ে প্রতি লিটারে ৯৬.৩৫ টাকা হয়েছে ও ডিজেল ০.৫৩ টাকা সস্তা হয়ে প্রতি লিটারে ৮৬.৭১ টাকা হয়েছে ৷ তবে দেশের চার মহানগর-দিল্লি, চেন্নাই, কলকাতা ও মুম্বইয়ে অপরিবর্তিত রাখা হয়েছে জ্বালানির দাম ৷
হিমাচল প্রদেশে পেট্রোল ০.৮৭ টাকা বেড়ে প্রতি লিটারে ৯৫.৯৩ টাকা হয়েছে ৷ ডিজেল ০.৭৪ টাকা বেড়ে প্রতি লিটারে ৮২.১৫ টাকা হয়েছে ৷ জম্মু-কাশ্মীরে পেট্রোলে ০.৪৪ টাকা বেড়ে প্রতি লিটারে ১০০.৭৯ টাকা হয়েছে ৷ ডিজেল ০.৪১ টাকা বেড়ে ৮৬.০৫ টাকা হয়ে গিয়েছে ৷ বিহারে পেট্রোল-ডিজেলের দাম কমে গিয়েছে ৷ এখানে পেট্রোল ০.৪৯ টাকা সস্তা হয়ে প্রতি লিটারে ১০৯.১৭ টাকা হয়েছে ৷ ডিজেল ০.৪৬ টাকা কমে ৯৫.৮২ টাকায় বিক্রি হচ্ছে ৷ এছাড়া হরিয়ানায় পেট্রোল ০.২১ টাকা সস্তা হয়ে ৯৭.৩৪ টাকা, ডিজেল ৯০.১৯ টাকা হয়েছে ৷ পঞ্জাবে পেট্রোল ০.৫৪ টাকা কমে গিয়ে প্রতি লিটারে ৯৬.৩৫ টাকা হয়েছে ও ডিজেল ০.৫৩ টাকা সস্তা হয়ে প্রতি লিটারে ৮৬.৭১ টাকা হয়েছে ৷ তবে দেশের চার মহানগর-দিল্লি, চেন্নাই, কলকাতা ও মুম্বইয়ে অপরিবর্তিত রাখা হয়েছে জ্বালানির দাম ৷
advertisement
3/5
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম  দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা  মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা  কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা  চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
advertisement
4/5
অন্যান্য শহরে জ্বালানির দাম-  নয়ডা- পেট্রোল ৯৬.৭৯ টাকা, ডিজেল ৮৯.৯৬ টাকা  গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.৫৮ টাকা, ডিজেল ৮৯.৭৫ টাকা  লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা  পটনা- পেট্রোল ১০৭.৮০ টাকা, ডিজেল ৯৪.৫৬ টাকা  পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
অন্যান্য শহরে জ্বালানির দাম- নয়ডা- পেট্রোল ৯৬.৭৯ টাকা, ডিজেল ৮৯.৯৬ টাকা গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.৫৮ টাকা, ডিজেল ৮৯.৭৫ টাকা লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা পটনা- পেট্রোল ১০৭.৮০ টাকা, ডিজেল ৯৪.৫৬ টাকা পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
advertisement
5/5
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করা হয়ে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ টাকা গিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করা হয়ে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ টাকা গিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
advertisement
advertisement
advertisement