বেরোনোর আগে ডেবিট কার্ড নিতে ভুলে গিয়েছেন? চিন্তা নেই! এখন থেকে এটিএম কার্ড ছাড়াও তোলা যাবে টাকা!

Last Updated:

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এনসিআর (ন্যাশনাল ক্যাশ রেজিস্টার) কর্পোরেশন ঘোষণা করেছে যে, এটিএম থেকে টাকা তোলার ব্যবস্থাকে আপগ্রেড করা হয়েছে।

#কলকাতা: রাস্তাঘাটে বেরিয়ে বিভিন্ন সময়ে অতিরিক্ত টাকার প্রয়োজন হতেই পারে। গ্রাহকদের এই অসুবিধার কথা মাথায় রেখেই বিভিন্ন ব্যাঙ্ক এটিএম খুলেছে। এর ফলে খুব সহজেই সেই সকল এটিএমে গিয়ে টাকা তোলা যায়। যাতে গ্রাহকদের প্রয়োজনের সময় গ্রাহকদের কোনও রকম অসুবিধার সম্মুখীন হতে না-হয়। কিন্তু এটিএম থেকে টাকা তোলার জন্য এটিএম কার্ড থাকাটা বাধ্যতামূলক। কারণ সেই কার্ড দিয়েই এটিএম থেকে টাকা তোলা সম্ভব। ব্যাঙ্ক থেকে গ্রাহকদের এই কার্ড দেওয়া হয়ে থাকে।
এর মাধ্যমে নিজেদের ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা ছাড়াও অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা সম্ভব। কিন্তু কেউ যদি বাড়ি থেকে বেরোনোর আগে সেই এটিএম কার্ডটাই নিতে ভুলে যান, তা-হলে উপায়? সে-ক্ষেত্রে তো আর কিছুই করার থাকে না! আসলে এটা এত দিন সম্ভব ছিল না! কিন্তু এখন এটিএম কার্ড সঙ্গে না-থাকলেও তোলা যেতে পারে টাকা। দেখে নেওয়া যাক সেই উপায়টাই।
advertisement
advertisement
এটিএম থেকে টাকা তোলার প্রক্রিয়াটা এখন আরও সুবিধাজনক হতে চলেছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এনসিআর (ন্যাশনাল ক্যাশ রেজিস্টার) কর্পোরেশন ঘোষণা করেছে যে, এটিএম থেকে টাকা তোলার ব্যবস্থাকে আপগ্রেড করা হয়েছে।এর অর্থ হল এই যে, তারা ইন্টারঅপারেবল কার্ডলেস ক্যাশ উইথড্রয়াল (ICCW) নিয়ে আসছে, যা ব্যবহারকারীদের ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যবহার না-করেই ইউপিআই (UPI) অ্যাপের মাধ্যমে এটিএম থেকে নগদ টাকা তোলার অনুমতি দেবে। এটি গ্রাহকদের কার্ড হারানো, ভুল পিনের কারণে লেনদেন সমস্যা এবং এটিএম-এ কার্ড নেওয়ার মতো সমস্যা থেকে রক্ষা করবে। বর্তমানে সব কিছু ডিজিটালাইজড হওয়ার সঙ্গে সঙ্গে এই আপগ্রেডটির কারণে এটিএম থেকে টাকা তোলা আরও সহজ করবে।
advertisement
UPI এর মাধ্যমে টাকা তোলার আগের কিছু শর্ত:
- UPI পরিষেবা যুক্ত একটি এটিএম মেশিন থেকে টাকা তোলা যাবে।
- যে কোনও UPI-ভিত্তিক পেমেন্ট অ্যাপ যেমন - GPay, PhonePe, BHIM ইত্যাদি ব্যবহার করেও টাকা তোলা যাবে।
advertisement
- একটি কার্যকরী ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
এটিএম কার্ড ছাড়াই টাকা তোলার উপায়:
ধাপ ১ - যে কোনও এটিএম মেশিনে যেতে হবে এবং "উইথড্র ক্যাশ" বিকল্পটি বেছে নিতে হবে।
ধাপ ২ - এটিএম মেশিনের স্ক্রিনে দেওয়া UPI বিকল্পটি বেছে নিতে হবে।
ধাপ ৩ - এটিএম স্ক্রিনে একটি QR কোড দেখানো হবে।
advertisement
ধাপ ৪ - এর পর ফোনে থাকা যে কোনও UPI পেমেন্ট অ্যাপ খুলতে হবে এবং QR স্ক্যানার কোড চালু করতে হবে।
ধাপ ৫ - এর পর এক বার সেই কোডটি স্ক্যান করার পরে গ্রাহক যে পরিমাণ টাকা তুলতে চাইছেন, সেটা লিখতে হবে (এখন ৫,০০০ টাকা পর্যন্ত তোলা যাবে)।
ধাপ ৬ - এর পর proceed অপশনে ক্লিক করতে হবে এবং টাকা তোলার UPI পিন লিখতে হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বেরোনোর আগে ডেবিট কার্ড নিতে ভুলে গিয়েছেন? চিন্তা নেই! এখন থেকে এটিএম কার্ড ছাড়াও তোলা যাবে টাকা!
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement