PM Kisan : এবার বাড়িতে বসে e-KYC করতে পারবেন না কৃষকরা, দেখে নিন তাহলে কী করতে হবে.....

Last Updated:

PM Kisan Yojana Scheme: পিএম কিষান যোজনার ক্ষেত্রে ই-কেওয়াইসি জমা দেওয়ার ডেডলাইন বাড়িয়ে দেওয়া হয়েছে ৷

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধাভোগী কৃষকরা এবার eKYC করানোর ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে পারেন ৷ এবার থেকে বাড়ি বসে আর মোবাইল থেকে কেওয়াইসি করা যাবে না ৷ অর্থাৎ এবার ওটিপি-র মাধ্যমে আধার বেসড eKYC প্রক্রিয়া করা যাবে না ৷ আপাতত অস্থায়ী ভাবে এই পরিষেবা সাসপেন্ড করা হয়েছে ৷
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ওয়েবসাইটে ফ্ল্যাশ হওয়া একটি মেসেজ অনুযায়ী, ওটিপি বেসড ই-কেওয়াইসি সুবিধা আপাতত সাসপেন্ড করা হয়েছে ৷ ওয়েবসাইটে অবশ্য এটা জানানো হয়নি যে এই পরিষেবা ফের কবে শুরু করা হবে ৷ এর আগে কৃষকরা নিজেদের বাড়ি থেকে বা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে ই-কেওয়াইসি করাতে পারতেন ৷
advertisement
advertisement
পিএম কিষান যোজনার ক্ষেত্রে ই-কেওয়াইসি জমা দেওয়ার ডেডলাইন বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ এবার কৃষকরা ৩১ মে ২০২২ পর্যন্ত ই-কেওয়াইসি জমা দেওয়ার সময় পেতে চলেছেন ৷
PM Kisan পোর্টালে একটি ফ্ল্যাশ হওয়া মেসেজে লেখা রয়েছে, ‘পিএম কিষান যোজনায় রেজিস্টার্ড কৃষকদের জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক ৷ বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য নিকটবর্তী CSC সেন্টারে যোগাযোগ করুন ৷ ওটিপি অথেন্টিকেশনের মাধ্যমে আধার আধারিত eKYC প্রক্রিয়া এবার নিজের আধার কার্ডের সঙ্গে কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসএসি-তে যেতে হবে ৷ এখানে বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে eKYC করাতে হবে কৃষকদের ৷
advertisement
আসতে চলেছে ১১তম কিস্তির টাকা-
এই যোজনায় (PM Kisan Yojana) কেন্দ্র সরকারের তরফে কৃষকদের অ্যাকাউন্টে বছর ৬ হাজার টাকা ট্রান্সফার করা হয় ৷ চার মাস অন্তর ২,০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকে কেন্দ্র সরকার ৷ এখনও পর্যন্ত যোজনার দশটি কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়ে গিয়েছে ৷ এবার শীঘ্রই আগামী কিস্তির টাকা আসতে চলেছে বলে অনুমান করা হচ্ছে ৷
advertisement
পিএম কিষান যোজনায় ১২.৫৩ কোটি কিষান নথিভুক্ত রয়েছেন ৷ যোজনা সংক্রান্ত যে কোনও সমস্যার জন্য কল করতে পারবেন হেল্পলাইন নম্বর 155261-এ ৷ এছাড়া রয়েছে টোল ফ্রি নম্বর 18001155266 এবং ল্যান্ডলাইন নম্বরে 011-23381092, 011-24300606 কল করতে পারবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan : এবার বাড়িতে বসে e-KYC করতে পারবেন না কৃষকরা, দেখে নিন তাহলে কী করতে হবে.....
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement