এপ্রিল-মে মাসের বেতন পাওয়া যাবে না, পাইলটদের জানাল স্পাইসজেট !

Last Updated:

স্পাইসজেট সূত্রে জানানো হয়েছে, যে সব পাইলট লকডাউনের পরে আর আকাশে ওড়েননি, তাঁদের এপ্রিলের বেতন দেওয়া হবে না। বেতন দেওয়া হবে না মে মাসেও।

#কলকাতা: লকডাউনের সময়ে বেতন বন্ধ না করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারংবার অনুরোধ করেছেন বেসরকারি সংস্থাগুলিকে। অনুরোধ করেছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। কিন্তু সব অনুরোধ উপেক্ষা করে এপ্রিল থেকেই একাংশের কর্মীদের বেতন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল স্পাইসজেট বিমান পরিবহণ সংস্থা। যদিও স্পাইসজেট এই সিদ্ধান্ত নিলেও ইন্ডিগোর মতো কয়েকটি বিমান সংস্থা এখনই এ পথে হাঁটতে নারাজ। এপ্রিল মাসে সব কর্মীকেই বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওই সংস্থা।
এর আগে একাধিক বিমান পরিবহণ সংস্থা কর্মীদের বেতন কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বেতন একেবারে না দেওয়ার সিদ্ধান্ত এই প্রথম। স্বভাবতই, এই সিদ্ধান্ত নিয়ে শোরগোল পড়েছে শিল্পমহলে। করোনার হামলার পরে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে বিমান পরিবহণ বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। তার পর থেকে পণ্য পরিবহণ হলেও যাত্রী পরিবহণ একেবারেই বন্ধ। বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, ৩১ মে পর্যন্ত যা খোলার সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে।
advertisement
এই অবস্থায় স্পাইসজেট সূত্রে জানানো হয়েছে, যে সব পাইলট লকডাউনের পরে আর আকাশে ওড়েননি, তাঁদের এপ্রিলের বেতন দেওয়া হবে না। বেতন দেওয়া হবে না মে মাসেও। তবে যাঁরা কার্গো বিমান বা অন্য বিমান চালিয়েছেন, তাঁদের বেতন দেওয়া হবে। বিমান পরিবহণ মন্ত্রকের এক কর্তা বলেন, "বেতন দেওয়া না দেওয়ার ব্যাপারে সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। শুধুমাত্র অনুরোধ করতে পারে। তবে নিঃসন্দেহে স্পাইসজেটের এই সিদ্ধান্ত বিমান পরিবহণ শিল্পের উপরে বিরূপ প্রভাব ফেলবে।"
advertisement
advertisement
Shalini Datta
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এপ্রিল-মে মাসের বেতন পাওয়া যাবে না, পাইলটদের জানাল স্পাইসজেট !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement