Nirmala Sitharaman Exclusive Interview: "মোদি সরকারের অর্থনৈতিক সংস্কারে ৭% GDP বৃদ্ধিতে দেশ এগোবে," বললেন অর্থমন্ত্রী
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Nirmala Sitharaman Exclusive Interview: চলতি বছরের অন্তর্বর্তী বাজেট পেশ করার পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নেটওয়ার্ক ১৮-র এডিটর ইন চিফ রাহুল জোশীকে বিশেষ সাক্ষাৎকার দেন
নিউ দিল্লি: চলতি বছরের অন্তর্বর্তী বাজেট পেশ করার পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নেটওয়ার্ক ১৮-র এডিটর ইন চিফ রাহুল জোশীকে বিশেষ সাক্ষাৎকার দেন। সাক্ষাত্কারে অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারত কি ৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে এগিয়ে যেতে সক্ষম হবে এবং এতে কোনও চ্যালেঞ্জ রয়েছে কিনা?
এই প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “আমরা ঠিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করব। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ইতিমধ্যেই এই বিষয়ে বিস্তারিতভাবে তার মতামত তুলে ধরেছেন। আমি আশা করি এই লক্ষ্য অর্জনে আমাদের কোনও সমস্যা হবে না। ভারতের অর্থনীতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।”
advertisement
advertisement
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, “আমাদের পূর্ণ আশা আছে যে আমরা ভারসাম্যপূর্ণ মুদ্রাস্ফীতির হার দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করব। আমি চাই বিদেশি রেটিং এজেন্সিগুলো ভারতে যে অর্থনৈতিক সংস্কার হচ্ছে তা দেখুক এবং সেই অনুযায়ী তাদের মতামত দেবে। প্রধানমন্ত্রী মোদি অর্থনৈতিক সংস্কারের পক্ষে এবং সরকার ক্রমাগত এই দিকে অগ্রসর হচ্ছে।”
তিনি আরও বলেন, “অর্থনীতির দ্রুত গতি অব্যাহত রয়েছে। আমরা আশা করি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে আমরা দ্রুত প্রবৃদ্ধি অর্জন করব। আমরা বাজেটে প্রবৃদ্ধি বৃদ্ধির পদক্ষেপের পাশাপাশি সব দিক খেয়াল রাখার চেষ্টা করেছি।”
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 02, 2024 6:35 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Nirmala Sitharaman Exclusive Interview: "মোদি সরকারের অর্থনৈতিক সংস্কারে ৭% GDP বৃদ্ধিতে দেশ এগোবে," বললেন অর্থমন্ত্রী








