FM To Network18: মুদ্রাস্ফীতির পতন ক্ষণস্থায়ী নয়, নিজেকে ধরে রাখতে হবে, সাক্ষাৎকারে বললেন অর্থমন্ত্রী নির্মলা
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Nirmala Sitharaman Exclusive Interview with Network18: নির্মলা জানান, কেন্দ্র সরকার বাজেটে নেওয়া প্রতিটি পদক্ষেপের জন্য যথেষ্ট হোমওয়ার্ক করেছে। তাঁর কথায়, ‘একটা সিদ্ধান্ত নেওয়া এবং অন্যটা বাদ দেওয়ার পিছনে ন্যায্য প্রমাণ দেখাতে হয়েছে আমাদের’।
নয়াদিল্লি: বাজেটে ‘সরকারি সিদ্ধান্তের পাশে দাঁড়ানো’-র জন্য দেশবাসীকে অভিনন্দন জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বুধবার ২০২৩-২৪ সালের বাজেট পেশ করেন নির্মলা। তার ঠিক একদিন পরই শুক্রবার নেটওয়ার্ক ১৮ গ্রুপের এডিটর ইন চিফ রাহুল জোশীকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। নির্মলা জানান, কেন্দ্র সরকার বাজেটে নেওয়া প্রতিটি পদক্ষেপের জন্য যথেষ্ট হোমওয়ার্ক করেছে। তাঁর কথায়, ‘‘একটা সিদ্ধান্ত নেওয়া এবং অন্যটা বাদ দেওয়ার পিছনে ন্যায্য প্রমাণ দেখাতে হয়েছে আমাদের।’’
ভাল বাজেট সমাজের সমস্ত বিভাগকে কভার করে বলে মন্তব্য করেন নির্মলা। তাঁর কথায়, ‘‘ভাল বাজেটের বৈশিষ্ট হল, তাতে সমাজের সমস্ত স্তরের জন্যই কিছু না কিছু থাকবে।’’ নির্মলার আশা, ‘‘বাজারে বাজেটের তাৎক্ষণিক প্রভাব আগামী দিনেও অব্যাহত থাকবে।’’ এর আগে নির্মলা বলেছিলেন, সরকার নতুন আয়কর ব্যবস্থাকে করদাতাদের জন্য আরও আকর্ষণীয় করে তুলেছে। মধ্যবিত্তদের সুবিধার জন্য কর কাঠামোয় বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তনও আনা হয়েছে।
advertisement
Finance Minister #NirmalaSitharaman spoke exclusively to #News18
Here are the key takeaways from the interview. Listen in!#FMToNetwork18 #MegaExclusive | @ShereenBhan pic.twitter.com/fTqk4UXV0s — News18 (@CNNnews18) February 3, 2023
advertisement
দেশের ব্যাঙ্কিং সিস্টেমও যে সম্পূর্ণ সুরক্ষিত, সে কথা জানাতে ভোলেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ব্যাঙ্কিং সিস্টেমকে তার টালমাটাল দশা থেকে যে উদ্ধার করা সম্ভব হয়েছে, সেই আত্মপ্রত্যয় স্পষ্টরূপেই ধরা দিয়েছে তাঁর কণ্ঠে।
advertisement
এদিকে আদানি গোষ্ঠীর শেয়ার নিয়ে বিতর্ক অব্যাহত। এলআইসি এবং এসবিআই আদানি গ্রুপে ব্যাপক লগ্নি করেছে। আদানি গোষ্ঠী ডুবলে ওই বিপুল টাকা লোকসান হবে বলে অভিযোগ করেছে বিরোধীরা। এদিন নাম না করে সে প্রসঙ্গেরও জবাব দিয়েছেন নির্মলা। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এলআইসি এবং এসবিআই পুরোপুরি সুরক্ষিত। তাঁর কথায়, ‘‘আমি মনে করাতে চাই এসবিআই এবং এলআইসি সংশ্লিষ্ট সিএমডি-দের সঙ্গে বিশদ বিবৃতি জারি করে জানিয়েছে তারা সম্পূর্ণ সুরক্ষিত।’’ সঙ্গে তাঁর সংযোজন, ‘ভারতের ব্যাঙ্কিং সেক্টর আজ মসৃণ গতিতে এগোচ্ছে’।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 03, 2023 4:03 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
FM To Network18: মুদ্রাস্ফীতির পতন ক্ষণস্থায়ী নয়, নিজেকে ধরে রাখতে হবে, সাক্ষাৎকারে বললেন অর্থমন্ত্রী নির্মলা