জাতীয় মহাসড়কে চালু হতে চলেছে টেলিকম-ভিত্তিক নিরাপত্তা সতর্কতা, NHAI এবং রিলায়্যান্স জিও-র বিশেষ চুক্তি
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Trending Desk
Last Updated:
গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিবহণ বিভাগ এবং দ্য ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি দ্বারা আয়োজিত একটি সমীক্ষায় জানানো হয়েছিল যে, যানবাহনের গড় গতি মাত্র ৫% কমালেই মারাত্মক দুর্ঘটনার সংখ্যা ৩০% পর্যন্ত হ্রাস পেতে পারে। তারপরেও প্রতিদিন সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে।
নয়াদিল্লি: জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (NHAI) জাতীয় মহাসড়ক নেটওয়ার্ক জুড়ে টেলিকম-ভিত্তিক নিরাপত্তা সতর্কতা ব্যবস্থা স্থাপনের জন্য রিল্যায়েন্স জিওর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে সম্প্রতি। এর লক্ষ্য যাত্রীদের সচেতনতা বৃদ্ধি করা এবং সড়ক দুর্ঘটনা হ্রাস করা।
গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিবহণ বিভাগ এবং দ্য ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি দ্বারা আয়োজিত একটি সমীক্ষায় জানানো হয়েছিল যে, যানবাহনের গড় গতি মাত্র ৫% কমালেই মারাত্মক দুর্ঘটনার সংখ্যা ৩০% পর্যন্ত হ্রাস পেতে পারে। তারপরেও প্রতিদিন সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। চুপ করে বসে নেই প্রশাসনও। দুর্ঘটনা কমাতে কেন্দ্রীয় পরিবহণ দফতর নিত্যনতুন উপযোগী সিদ্ধান্ত নিয়ে থাকে। গাড়ি তৈরি ও গাড়ির ফিচারে নিয়ে আসা হয়েছে বেশ কিছু পরিবর্তন। কেন্দ্রীয় পরিবহণ দফতর জাতীয় সড়কে নিরাপত্তার কথা চিন্তা করেও অনেক কিছুতে পরিবর্তন নিয়ে এসেছে। বাইক চালকদের জন্যেও যথোপযোগী নির্দেশিকা জারি করা হয়েছে। শুধু চালকের ক্ষেত্রেই নয়, সেই নির্দেশিকায় বলা হয়েছে, যে বাইক চালকের পিছনের সিটে যে ব্যক্তি বসবেন তাঁকেও বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। তাতেও পরিস্থিতি আয়ত্ত্বে আসেনি, কারণ নাগরিকের সদিচ্ছা এবং সচেতনতার অভাব।
advertisement
Jio-এর ৪জি এবং ৫জি পরিকাঠামো ব্যবহার করে হাইওয়ে ব্যবহারকারীরা দুর্ঘটনাপ্রবণ অঞ্চল, কুয়াশা-আক্রান্ত অংশ, বিপথগামী গবাদি পশুর হটস্পট এবং জরুরি ডাইভারশন সহ চিহ্নিত ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলিতে পৌঁছানোর সময় তাঁদের মোবাইল ফোনে আগাম সতর্কতা পাবেন। SMS, WhatsApp এবং হাই-প্রায়োরিটি কলের মাধ্যমে সতর্ক করা হবে। সিস্টেমটি পর্যায়ক্রমে NHAI-এর ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন রাজমার্গযাত্রা অ্যাপ এবং ১০৩৩ জরুরি হেল্পলাইনের সঙ্গে যুক্ত করা হবে। এটি হাইওয়েতে বা তার কাছাকাছি ভ্রমণকারী সমস্ত Jio গ্রাহকদের জন্য স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে এবং অতিরিক্ত রোড সাইড হার্ডওয়্যারের প্রয়োজনও হবে না, যা দ্রুত পরিষেবা চালু করার সুবিধা এনে দেবে।
advertisement
advertisement
NHAI চেয়ারম্যান সন্তোষ কুমার যাদব বলেন, “এই উদ্যোগটি যাত্রীদের সময়োপযোগী এবং নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করবে, যাতে তাঁরা আগে থেকেই সচেতন সিদ্ধান্ত নিতে এবং নিরাপদ ড্রাইভিং অনুশীলন গ্রহণ করতে সক্ষম হবেন।” রিলায়েন্স জিওর প্রেসিডেন্ট জ্যোতিন্দ্র ঠাকুর বলেন, “কোম্পানির নেটওয়ার্কের বিস্তৃতি ব্যাপকভাবে নিরাপত্তা সতর্কতা প্রদানে সহায়তা করবে। ঝুঁকিপূ শনাক্তকরণ এবং সতর্কতার সীমা নির্ধারণের জন্য নির্বাচিত NHAI আঞ্চলিক অফিসগুলির অধীনে একটি প্রকল্প মোতায়েন শুরু হবে।” NHAI জানিয়েছে, একটি বিস্তৃত, আন্তঃপরিচালনযোগ্য নিরাপত্তা-সতর্কতা ইকোসিস্টেম তৈরি করতে অন্যান্য টেলিকম অপারেটরদের সঙ্গেও অনুরূপ সহযোগিতার সম্ভাবনা খোঁজা হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 03, 2025 3:57 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জাতীয় মহাসড়কে চালু হতে চলেছে টেলিকম-ভিত্তিক নিরাপত্তা সতর্কতা, NHAI এবং রিলায়্যান্স জিও-র বিশেষ চুক্তি

