News18 India Chaupal: আগের থেকে মন্থর হয়ে গিয়েছে জিডিপি? মুখ খুললেন নির্মলা সীতারমণ
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
News18 India Chaupal: দেশের জিডিপি নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী, জানিয়েছেন তাঁর মন্ত্রিত্বে কোনও ইউ-টার্ন হয়নি।
নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হয়েছে নিউজ 18 ইন্ডিয়ার কনক্লেভ ‘চৌপাল’। এই কর্মসূচিতে যোগ দিয়েছেন রাজনীতি, ক্রীড়া ও বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্ব৷ এই আলোচনা চক্রে অংশ নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নেটওয়ার্ক 18-এর এডিটর-ইন-চিফ রাহুল জোশীকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশের অর্থমন্ত্রক চলে আমজনতার পরামর্শ মেনেই৷
আরও পড়ুন : সব উন্নয়ন আগের মতোই চলবে, নিউজ18 ইন্ডিয়ার অনুষ্ঠানে এসে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
জোট সরকারের ওপর কোনও চাপ আছে কি? আগের থেকে কোনও পার্থক্য আছে? এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “সকলের সঙ্গে কথা বলার পরই বাজেটে সংশোধন করা হয়। যখন জনসাধারণের তরফ থেকে কোনও পরামর্শ আসে, আমরা সেগুলি সংশোধন করি। প্রথমে মূলধন লাভ নিয়ে আলোচনা করা হয়। এরপর জনসাধারণের তরফ থেকে কোনও পরামর্শ এলে আমরা সেটা খতিয়ে দেখি৷ তারপর সংশোধনের পথে এগোই৷”
advertisement
advertisement
সীতারমণকে জিজ্ঞাসা করা হয়, ভারতের অর্থনীতি আগের থেকে বেশি মন্থর হয়ে গিয়েছে কি না৷ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জিডিপি কখনও এক জায়গায় থেমে থাকতে পারে না৷ প্রতি তিন মাস অন্তর জিডিপির গ্রোথে বদল আসে৷ সেটা হয় বাড়ে বা কমে যায়।”
advertisement
অর্থমন্ত্রী এরপর যোগ করেছেন, “নির্বাচনের সময় জিডিপি বেশ কিছুটা মন্থর হয়ে গিয়েছিল। দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে ব্যয় বেড়েছে এবং ভবিষ্যতে তা আরও বাড়বে।”
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 16, 2024 6:56 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
News18 India Chaupal: আগের থেকে মন্থর হয়ে গিয়েছে জিডিপি? মুখ খুললেন নির্মলা সীতারমণ