ডিজিটাল খবরের দুনিয়ায় ফের বাকিদের টেক্কা, এপ্রিলেও শীর্ষে News18 Bangla ও News18 Telugu

Last Updated:

খবর, ছবি, ভিডিও- সব ক্ষেত্রেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টাই সবসময় করে থাকে এই ওয়েবসাইট ৷ এবং সেই কাজে আরও একবার সফল News18 Bangla ৷

কলকাতা: বিধানসভা ভোট হোক, কিংবা ঘূর্ণিঝড় ইয়াস ৷ সব কভারেজেই যে বাকিদের থেকে তারা এগিয়ে তা ফের একবার প্রমাণ করল নিউজ১৮ বাংলা ডিজিটাল ৷ বাংলা ওয়েবসাইটের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখল News18 Bangla ৷ শুধু বাংলাই নয় ৷ News18-এর বিভিন্ন ভাষার খবরের ওয়েবসাইটে এক নম্বর স্থান ছিনিয়ে নিতে সফল News18 Telugu-ও ৷ পাঠকদের সব খবর সবার আগে দিতে সবসময়েই প্রস্তুত নিউজ১৮ বাংলা ৷ ভোট যুদ্ধেও বাকিদের টেক্কা দিতে সফল Network18 গ্রুপের এই খবরের ওয়েবসাইট ৷ খবর, ছবি, ভিডিও- সব ক্ষেত্রেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টাই সবসময় করে থাকে এই ওয়েবসাইট ৷ এবং সেই কাজে আরও একবার সফল News18 Bangla
ComScore Mobile Metrix Web-এর এপ্রিল ২০২১-এর রিপোর্ট বলছে ৭.৪২ মিলিয়ন ইউনিক ভিজিটার নিয়ে আনন্দবাজার (৬.৯৬ মিলিয়ন) এবং এই সময় (৬.৯৫ মিলিয়ন) ডিজিটালকে টপকাতে সফল News18 Bangla ৷ শুধু রাজনীতি বা রাজ্যের খবরই নয় ৷ দেশ, বিদেশ, খেলা, বিনোদন, লাইফস্টাইল, ফিচার, চাকরি ও শিক্ষার মতো সব ধরণের খবর পরিবেশন করে থাকে নিউজ১৮ বাংলা ডিজিটাল ৷ সব খবর সবার আগে নিখুঁত ভাবে পরিবেশন করাই হল এই ওয়েবসাইটের একমাত্র লক্ষ্য ৷ গ্রাউন্ড রিপোর্ট, ভিডিও, খবরে ঠাসা এই ওয়েবসাইট পৌঁছে গিয়েছে বাংলার ঘরে ঘরে ৷ গত কয়েক বছর ধরেই বাংলার খবরের জগতে নিজেদের সেরাটা দিতে সফল নিউজ১৮ বাংলা ডিজিটাল ৷ র‍্যাঙ্কিংয়েও অধিকাংশ সময় শীর্ষস্থানেই থাকে নেটওয়ার্ক১৮ গ্রুপের এই ওয়েবসাইট ৷
advertisement
advertisement
পিছিয়ে নেই News18 Telugu-ও ৷ ComScore Mobile Metrix-এর এপ্রিল ২০২১-এর রিপোর্ট অনুযায়ী ১২.০৪ মিলিয়ন ইউনিক ভিউয়ার নিয়ে তারা টপকে গিয়েছে Sakshi.com (১২ মিলিয়ন) এবং TV9telugu.com (১১.৯৮ মিলিয়ন)-কে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ডিজিটাল খবরের দুনিয়ায় ফের বাকিদের টেক্কা, এপ্রিলেও শীর্ষে News18 Bangla ও News18 Telugu
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement