New Rules In June 2023: তৈরি থাকুন! জুনের শুরুতেই বদলাতে পারে একাধিক নিয়ম, টান পড়তে পারে পকেটে
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
New Rules In June 2023: ১লা জুন থেকে বেশ কিছু নিয়ম পরিবর্তন হবে।
নিউ দিল্লি: ১লা জুন থেকে বেশ কিছু নিয়ম পরিবর্তন হবে। প্রথমত, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির পাশাপাশি। পিএনজি ও সিএনজির দামেও পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তনগুলি সরাসরি মধ্যবিত্তের পকেট প্রভাবিত করবে। জেনে নিন ১লা জুন থেকে কী কী পরিবর্তন ঘটতে চলেছে।
প্রতি মাসে সরকার এলপিজি, সিএনজি ও পিএনজির দাম নির্ধারণ করে। এপ্রিল ও মে মাসের শুরুতে গ্যাস কোম্পানিগুলো ক্রমাগত ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে। তবে বাড়িতে রান্নার ১৪ কেজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। জুন মাসে সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হবে কিনা, সেই দিকে নজর রয়েছে সকলের।
advertisement
advertisement
১লা জুন থেকে ইলেকট্রিক স্কুটির দাম বাড়তে পারে। ভারী শিল্প মন্ত্রক ২১ মে ইলেকট্রিক স্কুটি জন্য ভর্তুকি কমানোর ঘোষণা দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আগে এই ভর্তুকি ছিল প্রতি কিলোওয়াট ঘণ্টায় ১৫ হাজার টাকা, কিন্তু তা কমিয়ে প্রতি কিলোওয়াট ঘন্টা ১০ হাজার টাকা করা হয়েছে। এই কারণেই বিশেষজ্ঞরা আশা করছেন যে জুন মাসে একটি বৈদ্যুতিক টু-হুইলার কিনলে অতিরিক্ত ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা খরচ হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2023 5:00 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Rules In June 2023: তৈরি থাকুন! জুনের শুরুতেই বদলাতে পারে একাধিক নিয়ম, টান পড়তে পারে পকেটে