সোনা ব্যবসায় নতুন নিয়ম, বিশাল মুনাফা স্বর্ণ ব্যবসায়ীদের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ইলেকট্রনিক গোল্ড রিসিপ্ট-এর মাধমে বিনিয়োগ ও ব্যবসা বাড়াতে অর্থমন্ত্রক জিএসটি-র নিয়ম অনেকটাই শিথীল করতে চলেছে।
যারা পেপার গোল্ড-এর ব্যবসা করেন, তাঁদের জন্য সুখবর! ইলেকট্রনিক গোল্ড রিসিপ্ট-এর মাধমে বিনিয়োগ ও ব্যবসা বাড়াতে অর্থমন্ত্রক জিএসটি-র নিয়ম অনেকটাই শিথীল করতে চলেছে।
ইজিআর বা ইলেকট্রনিক গোল্ড রিসিপ্ট-কে বলা যায় ডিপোজিটরি গোল্ড রিসিপ্ট। এগুলি স্টক এক্সচেঞ্জে লেনদেন করা যেতে পারে। এগুলি স্টকের মতোই, ডিম্যাট অ্যাকাউন্টে লেনদেন ও রাখা-ও হয়৷
এইভভাবে সোনা কিনলে, ট্রেডিং এক্সচেঞ্জ ভল্টে রাআখা ফিজিক্যাল সোনার রসিদের অন্তর্নিহিত মান ধরে রাখে। তার মানে বিনিয়োগকারীরা ডিম্যাটেরিয়ালাইজড আকারে সোনা কেনেন এবং প্রকৃত সোনার পরিবর্তে সোনার রসিদ দেওয়া হয়। প্রক্রিয়াটি ইক্যুইটি শেয়ারের ভৌত রূপের মতোই।
advertisement
advertisement
সাধারণত, ইলেকট্রনিক গোল্ড ট্রেডিং ভারতে হয় গোল্ড ডেরিভেটিভস বা গোল্ড এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের মাধ্যমে নির্ধারিত স্টক এক্সচেঞ্জে। ইলেকট্রনিক গোল্ড রসিদ হল প্রথম স্পট ফিজিক্যাল গোল্ড এক্সচেঞ্জ ট্রেডিং পণ্য।
সেবি আগেই বলেছিল, EGR বাজারে অংশগ্রহণকারীদের চাহিদা পূরণ করবে৷ অর্থাৎ এক্সচেঞ্জে পৃথক বিনিয়োগকারী, বাণিজ্যিক অংশগ্রহণকারী, ব্যাঙ্ক, শোধক, বুলিয়ন ব্যবসায়ী, গহনা প্রস্তুতকারক এবং খুচরা বিক্রেতারা সোনা ক্রয় এবং বিক্রয় করতে পারে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 18, 2022 8:24 PM IST