New Business Ideas: ১০০ বর্গফুটের ঘর রয়েছে? ১৫ দিনেই সাফল্য! মাসে আয় লক্ষ লক্ষ টাকা! জানুন কীভাবে...
- Reported by:ANIRBAN ROY
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
New Business Ideas: কালিম্পংয়ে পরীক্ষামূলকভাবে চাষ করে ১৫ দিনেই মিলেছে সাফল্য। কালিম্পংয়ের আপার ইচ্ছের দাঁড়াগাঁওয়ে শুরু হয়েছে পরীক্ষামূলকভাব চাষ করা হয়।
শিলিগুড়ি: শুধু কাশ্মীরে নয়, এ বার থেকে বাংলার মাটিতেও চাষ হবে কেশর। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই নিয়ে পরীক্ষামূলক গবেষণায় সাফল্য পাওয়া গিয়েছে। উত্তরবঙ্গে চাষিদের এই ফলনের দিশা দেখাবে সেন্টার অফ ফ্লোরিকালচার অ্যান্ড এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট বা কোফাম বিভাগ। কৃষকরাও কেশর চাষে অত্যন্ত উৎসাহী।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফাম বিভাগ সূত্রে জানা গিয়েছে, পাহাড়ে এই কেশরের চাষ বিশেষ উপযুক্ত হবে। বিশেষ করে কালিম্পংয়ে পরীক্ষালব্ধভাবে চাষের সাফল্য পেয়েছে। কাশ্মীর থেকে বীজ এনে এ বার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই বিভাগে চাষ করা হচ্ছে। যদিও বাংলার জলবায়ু এবং প্রাকৃতিক পরিবেশে কেশর চাষ করা খুব একটা উপযুক্ত নয়। কিন্তু এই অসাধ্য কাজকে সাধন করেছে কোফাম বিভাগ।
advertisement
আর পড়ুনঃ লালগোলা-শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিল, সূচি পরিবর্তন কিছু ট্রেনের, জানুন
খুব বেশি বড় জায়গা দরকার নেই । ১০০ বর্গফুটের একটি ঘর থাকলেই কেল্লাফতে। এই কেশর চাষ করে মাসে আয় করা যাবে লক্ষ লক্ষ টাকা। আগামীতে কেশর চাষের মধ্যে দিয়ে বেকার যুবক যুবতীদের আয়ের নতুন পথ দেখাতে চলেছে শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গোটা দেশের মধ্যে এই প্রথম গবেষণাগারে কেশর চাষ শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের কোফাম, মিলেছে সাফল্যও। কালিম্পংয়েও পরীক্ষামূলকভাবে চাষ করে ১৫ দিনেই মিলেছে সফলতা।
advertisement
advertisement
কালিম্পংয়ের আপার ইচ্ছের দাঁড়াগাঁওয়ে আশিটি বীজ দিয়ে পরীক্ষামূলকভাব চাষ করা হয়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফাম বিভাগের বায়ো টেকনিস্ট অমরেন্দ্র পাণ্ডে বলেছেন, “১০০ বর্গফুট জায়গায় ১০০০ গাছ লাগানো যাবে। বাজারে ১ কেজি কেশরের দাম ৩ লক্ষ টাকা। পাহাড়ে এই কেশরের চাষ ভাল হবে। পরীক্ষায় আরও সাফল্য এলে সমতলেও চাষের চেষ্টা করা হবে।”
advertisement
এ প্রসঙ্গে কৃষক মহেন্দ্র ছেত্রী বলেন, “কেশর খুব লাভজনক ফলন। আগেও চাষের কথা ভেবেছিলাম। কিন্তু বীজ পাইনি। বিশ্ববিদ্যালয় বীজ দিয়েও আমাকে সাহায্য করেছে। চাষের সাফল্যে আমি আরও খুশি হব।” এই কেশর চাষ আগামীতে কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আশাবাদী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অনির্বাণ রায়
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 25, 2023 8:03 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: ১০০ বর্গফুটের ঘর রয়েছে? ১৫ দিনেই সাফল্য! মাসে আয় লক্ষ লক্ষ টাকা! জানুন কীভাবে...







