New Business Idea: ফেলে দেওয়া এই জিনিসেই তৈরি হাজার টাকার গয়না! বিপুল লাভ এই ব্যবসায়

Last Updated:

New Business Idea: নারকেল মালা দিয়ে তৈরি গয়না শিখে মোটা টাকা আয় করার সুযোগ, এক একটি গয়নার দাম হাজার টাকারও বেশি

+
নারকেল

নারকেল মালার তৈরি সৌখিন গয়না

হাওড়া: নারকেল মালা বা নারকেল সেলের তৈরি জুয়েলারি! বর্তমান সময়ে হাতে তৈরি জিনিসের কদর প্রায় সর্ব স্তরের মানুষের কাছে। আর নারকেল মালার তৈরি জিনিসের প্রতি আলাদা কদর মানুষের। নারকেল সেল বা মালার তৈরি বিভিন্ন ঘর সাজানো জিনিসের সঙ্গে হার কানের ও চুড়ির মত গয়না দারুন চাহিদা। বর্তমানে এই পেশায় রয়েছে উজ্জ্বল ভবিষ্যত, সৃজন শীল চিন্তা ভাবনা থাকলে নারকেল সেল এর গয়না তৈরি করে মোটা টাকা উপার্জন করা যেতে পারে।
নারকেল সেলের উপর পেন্সিলের সাহায্যে নকশা করে কাটিং তার উপর সৌখিন নকশায় হাতের কাজে সাধারণ নারকেল সেল থেকে তৈরি হচ্ছে আকর্ষনীয় গয়না। এই সমস্ত জিনিসের দামও মন্দ নয়।যেমন আকর্ষণীয় তেমনি লাভজনক দিক রয়েছে এই পেশায়। ফলে একটু সৃজনশীল চিন্তাভাবনায় নারকেল সেল থেকে গয়না তৈরি করার কৌশল জানলে অল্পদিনে লাভবান হবার সুযোগ।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন” https://www.local18.in/kolkata/
advertisement
শিল্প সমৃদ্ধ এ বাংলা। বাংলার জনপ্রিয় নানা শিল্পের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সময়ে বেশ জনপ্রিয় নারকেল সেলের তৈরি জিনিস। ঘর সাজান ও সংসারের প্রয়োজনীয় জিনিসের সঙ্গে বেশ চাহিদা নারকেল সেলের তৈরি গয়না। হার কানের বা হার কানের ও বালা সেটের দাম ১০০০-১৫০০ টাকা। বাজারের চাহিদা অনুযায়ী গয়না তৈরি করে মোটা টাকা আয়ের সুযোগ। কাজের দক্ষতা থাকলে, একদিনে একাধিক গয়না তৈরি করা যেতে পারে।
advertisement
আরও পড়ুন: Saturn-Sun Yog: ১০০ বছর পরে দুর্লভ যোগ! ২০২৫-এর শুরুতেই কাঁপাবেন সূর্য-শনি, ৩ রাশির পোয়া বারো
এ প্রসঙ্গে শিল্পী প্রদীপ কুন্ডু জানান, নারকেল সেল দিয়ে তৈরি জিনিসের দারুন চাহিদা বর্তমান সময়ে। বিশেষ করে নারকেল মালায় তৈরি গয়না দারুন আকর্ষণীয়। এই গয়না তৈরী শিখে ভাল আয় করার সুযোগ।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: ফেলে দেওয়া এই জিনিসেই তৈরি হাজার টাকার গয়না! বিপুল লাভ এই ব্যবসায়
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement