New Business Idea: বিগ বাম্পার অফার! এই ব্যবসা করেই পুজোতে আয় হবে মোটা টাকা, রাতারাতি হবেন 'মালামাল'...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
New Business Idea: ট্রেন্ডিং এই স্টাইলে সখের নখ সাজিয়ে তুলছে নারীরা, আর্টিস্টও হচ্ছেন লাভবান৷ ব্যাপক চাহিদা থাকায় এখন এই নখের কারুকার্যকেই পেশা করে নিচ্ছেন অনেক মহিলা। তাতে ভাল রকম লাভও হচ্ছে বলে জানাচ্ছেন তারা।
উত্তর ২৪ পরগনা: পুজোয় আসলেই নতুন ট্রেন্ডিং পোশাকের সঙ্গে মানানসই চুলের কাট থেকে, দিন বিশেষে পছন্দের অলঙ্কার বেছে নেওয়ার সঙ্গে সঙ্গেই এখন যুক্ত হয়েছে এক নতুন স্টাইল। সুন্দর পোশাকের সঙ্গেই নারীদের নখের সৌন্দর্য ফুটিয়ে তুলতে তাই এখন অনেকেই ঝুঁকছেন নেইল এক্সটেনশন বা নেইল আর্ট এর দিকে। যা এক কথায় বলতে গেলে নখের নকশা। অনেকেরই সখ থাকে নখ বড় করার, কিন্তু নানা সমস্যার কারণে তা হয়ে ওঠে না সবসময়।
তবে এবার শহর ও শহরতলীতে নামমাত্র খরচেই এই শখ পূরণ করতে দেখা যাচ্ছে মহিলাদের। মাত্র সাতশো টাকা থেকে শুরু করে এই নেইল এক্সটেনশন এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পুজোর আগে তাই ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে এহেন পার্লার গুলিতে। এমনকি বাড়িতে গিয়েও দেওয়া হচ্ছে হোম সার্ভিস। শুধু ছোট নখের ক্ষেত্রেই নয়, বড় নখ থাকলেও তা কাটিং করে সুন্দর আকর্ষণীয় করে তোলা সম্ভব বলেও জানাচ্ছেন নেইল আর্টিস্টরা।
advertisement
advertisement
ব্যাপক চাহিদা থাকায় এখন এই নখের কারুকার্যকেই পেশা করে নিচ্ছেন অনেক মহিলা। তাতে ভাল রকম লাভও হচ্ছে বলে জানাচ্ছেন তারা। বিয়ে হোক বা যেকোনও অনুষ্ঠান, এখন সারাবছরই চলছে নখ সুন্দর করে সাজিয়ে তোলার কাজ।
advertisement
অ্যাক্রলিক, থ্রিডি ওয়ার্ক থেকে শুরু করে স্মাইলি, মেটালিক নেইল আর্ট, ব্রেসলেট-সহ আর নানা ধরনের স্টাইলে সাজিয়ে তুলছেন নিজের শখের নখ। সব বয়সের মহিলারাই এখন এই নতুন ট্রেন্ডে গা ভাসাচ্ছেন। প্রথমে কাটিং করে, তারপর বিশেষ পদ্ধতিতে নখের পরিচর্যা করে রাঙিয়ে তোলা হচ্ছে নখ। যা কম করেও থাকবে এক মাস বলেই দাবি নেল আর্টিস্টদের। তবে সে ক্ষেত্রে কিছু বাধা নিষেধ মেনে চলতে হবে। তাই এবারের পুজোয় পোশাকের সঙ্গেই নজর কাড়বে হাতের রঙিন নখও।
advertisement
Rudra Narayan Roy
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2024 10:44 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: বিগ বাম্পার অফার! এই ব্যবসা করেই পুজোতে আয় হবে মোটা টাকা, রাতারাতি হবেন 'মালামাল'...