Aishwarya-Abhishek: সব ফাঁস ঐশ্বর্যর! অভিষেকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে সামনে এল গোপন 'ডায়েরি', কী লেখা রয়েছে তাতে? জানলে রাতের ঘুম উড়বে...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Aishwarya-Abhishek: বচ্চন পরিবারের কেচ্ছা নিয়ে সর্বদা সরগরম সোশ্যাল মিডিয়া৷ তার উপর ঐশ্বর্য ও অভিষেকের ডিভোর্স নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া৷ এর মধ্যেই প্রকাশ্যে এল অভিনেত্রীর ডায়েরির একটি পাতা, যা নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
advertisement
advertisement
আসলে, এই ডায়েরির পাতাগুলি ঐশ্বর্যকে আরও বুঝতে সাহায্য করেছে। তার ডায়েরিতে লিখেছেন যে, তিনি সেই সমস্ত লোকদের দেখে অবাক হয়েছিলেন যারা তার দিকে কাদা ছোড়াছুড়ি করার এবং খুশি হওয়ার সুযোগ ছাড়েন না। পৃষ্ঠায় লেখা আছে যে সে সবসময় খারাপ উদ্দেশ্যের লোকেদের থেকে দূরে থাকে কারণ সে তাদের লেভেলে যেতে পারে না।
advertisement
advertisement
advertisement
ঐশ্বর্য এবং অভিষেক বচ্চনের দেখা হয়েছিল ১৯৯৯ সালে 'ধাই অক্ষর প্রেম কে' ছবির সেটে। ২০০৬ সালে 'উমরাও জান' ছবির শুটিংয়ের সময় তারা একে অপরের কাছাকাছি আসেন এবং তাঁদের প্রেম হয়। বেশ কিছুদিন ডেটিংয়ের পর ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বর্য৷ গাঁটছড়া বাঁধার আগে তারা একে অপরকে দীর্ঘদিন ডেট করেছেন। এই তারকা দম্পতির একটি মেয়ে রয়েছে, যার নাম আরাধ্যা বচ্চন। শুরু থেকেই এই দম্পতি তাঁদের ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন।