RIL AGM 2019 : আজ একাধিক বড় ঘোষণা করতে পারেন মুকেশ আম্বানি, দেখে নিন কী কী...

Last Updated:

সোমবার RIL AGM 2019 এ GigaFiber এর কর্মাশিয়াল লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

#মুম্বই: ইদের জন্য শেয়ার বাজার বন্ধ থাকলেও সকলের নজর RIL এর AGM এ ৷ সোমবার RIL AGM 2019 এ GigaFiber এর কর্মাশিয়াল লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এর পাশাপাশি বাজারে Jio 3 Phone নিয়ে আসতে পারে রিলায়েন্স সংস্থা ৷ এছাড়া রিটেল অনলাইন ব্যবসা নিয়েও বিস্তারিত বক্তব্য রাখতে পারেন মুকেশ আম্বানি ৷ BP-RIL পেট্রোল পাম্প নিয়েও বলতে পারেন ৷ EV চার্জিং স্টেশন নিয়ে BP-RIL এর পরিকল্পনা রয়েছে সেই বিষয়েও বিস্তারিত জানাতে পারেন ৷
আগামী ৫ বছরে ৫৫০০ নতুন পেট্রোল পাম্প খুলতে চলেছে RIL: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ BP-র সঙ্গে জয়েন্ট ভেনচর শুরু করেছে ফুয়েল রিটেলিং নিয়ে ৷ এর মধ্যে রিলায়েন্সের ATF ব্যবসাও যুক্ত রয়েছে ৷আগামী ৫ বছরে নতুন ৫৫০০ পেট্রোল পাম্প খোলার লক্ষ্য রাখা হয়েছে ৷ আপাতত RIL এর কাছে ১৪০০ পেট্রোল পাম্প রয়েছে ৷
advertisement
গিগা ফাইবার কী ?
এটি একটি হাইস্পিড ইন্টারনেট পরিষেবা যার মাধ্যমে আপনি কলিং, টিভি, ডিটিএইচ-এর সুবিধা পেতে পারেন ৷ জিও গিগাফাইবারের একটি কানেকশন থেকে এক সঙ্গে ৪০ ডিভাইসে কানেক্ট করতে পারবেন ৷ ট্রায়ালের সময় গ্রাহকদের ১০০ এমবিপিএস এর স্পিডে ডেটা দেওয়া হবে ৷ এর জন্য সংস্থা ৪৫০০ টাকা সিকিউরিটি হিসেবে নেবে ৷
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RIL AGM 2019 : আজ একাধিক বড় ঘোষণা করতে পারেন মুকেশ আম্বানি, দেখে নিন কী কী...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement