Silver Lake-কে স্বাগত...ভারতীয় ডিজিটাল ব্যবস্থা লাভবান হবে এই চুক্তিতে: মুকেশ আম্বানি

Last Updated:

ফেসবুকের পর খুব অল্প সময়ের ব্যবধানে জিও-র সঙ্গে আরও একটা বড় সংস্থার বিনিয়োগের ঘোষণায় স্বভাবতই খুশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷

#মুম্বই: জিও-র জন্য ডাবল ধামাকাই বটে ৷ ফেসবুকের সঙ্গে বিশাল অঙ্কের চুক্তির পর দু’সপ্তাহ যেতে না যেতেই আরও এক মার্কিন বেসরকারি ইক্যুয়িটি ফার্মের সঙ্গে মেগা চুক্তি মুকেশ আম্বানির টেলিকম সংস্থার ৷  ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকায় রিলায়েন্স জিও’র ৯.৯ শতাংশ শেয়ার আগেই কিনেছে ফেসবুক ৷ সেই পথে হেঁটেই এবার জিও-তে ৫,৬৫৫.৭৫ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা মার্কিন বেসরকারি ইক্যুয়িটি ফার্ম সিলভার লেক পার্টনার্স (SLP)-র ৷
ফেসবুকের পর খুব অল্প সময়ের ব্যবধানে জিও-র সঙ্গে আরও একটা বড় সংস্থার বিনিয়োগের ঘোষণায় স্বভাবতই খুশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷ এদিন ট্যুইট করে জিওতে সিলভার লেক পার্টনার্সের বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন RIL চেয়ারম্যান। তিনি বলেন, ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে এই বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সিলভার লেকের সুনাম রয়েছে। SLP-র অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ডিজিটাল ভারত তৈরির কাজ আরও গতি পাবে।
advertisement
advertisement
advertisement
জিও-তে ৫,৬৫৬ কোটি টাকার বিনিয়োগ করে ১.১৫ শতাংশ শেয়ার কিনেছে পৃথিবীর এই বৃহত্তম প্রযুক্তি বিনিয়োগ সংস্থাটি। ভারতে এটাই SLP-র প্রথমবার সবচেয়ে বড় বিনিয়োগ। এর আগে ট্যুইটার, আলিবাবা, ডেল টেকনোলজিস-সহ একাধিক বড় সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে সিলভার লেক পার্টনার্স। করোনা পরিস্থিতির মধ্যেই জিওর সঙ্গে সিলভার লেক পার্টনার্সের এই বিনিয়োগ বড় পদক্ষেপ বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Silver Lake-কে স্বাগত...ভারতীয় ডিজিটাল ব্যবস্থা লাভবান হবে এই চুক্তিতে: মুকেশ আম্বানি
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement