Silver Lake-কে স্বাগত...ভারতীয় ডিজিটাল ব্যবস্থা লাভবান হবে এই চুক্তিতে: মুকেশ আম্বানি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ফেসবুকের পর খুব অল্প সময়ের ব্যবধানে জিও-র সঙ্গে আরও একটা বড় সংস্থার বিনিয়োগের ঘোষণায় স্বভাবতই খুশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷
#মুম্বই: জিও-র জন্য ডাবল ধামাকাই বটে ৷ ফেসবুকের সঙ্গে বিশাল অঙ্কের চুক্তির পর দু’সপ্তাহ যেতে না যেতেই আরও এক মার্কিন বেসরকারি ইক্যুয়িটি ফার্মের সঙ্গে মেগা চুক্তি মুকেশ আম্বানির টেলিকম সংস্থার ৷ ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকায় রিলায়েন্স জিও’র ৯.৯ শতাংশ শেয়ার আগেই কিনেছে ফেসবুক ৷ সেই পথে হেঁটেই এবার জিও-তে ৫,৬৫৫.৭৫ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা মার্কিন বেসরকারি ইক্যুয়িটি ফার্ম সিলভার লেক পার্টনার্স (SLP)-র ৷
ফেসবুকের পর খুব অল্প সময়ের ব্যবধানে জিও-র সঙ্গে আরও একটা বড় সংস্থার বিনিয়োগের ঘোষণায় স্বভাবতই খুশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷ এদিন ট্যুইট করে জিওতে সিলভার লেক পার্টনার্সের বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন RIL চেয়ারম্যান। তিনি বলেন, ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে এই বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সিলভার লেকের সুনাম রয়েছে। SLP-র অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ডিজিটাল ভারত তৈরির কাজ আরও গতি পাবে।
advertisement
Mukesh Ambani says he’s delighted to welcome silver lake as a valued partner in continuing to grow & transform Indian digital ecosystem. He adds, Reliance is excited to leverage insights from their global technology relationships for the Indian digital society’s transformation pic.twitter.com/96A6Tkr9sr
— CNBC-TV18 (@CNBCTV18Live) May 4, 2020
advertisement
advertisement
জিও-তে ৫,৬৫৬ কোটি টাকার বিনিয়োগ করে ১.১৫ শতাংশ শেয়ার কিনেছে পৃথিবীর এই বৃহত্তম প্রযুক্তি বিনিয়োগ সংস্থাটি। ভারতে এটাই SLP-র প্রথমবার সবচেয়ে বড় বিনিয়োগ। এর আগে ট্যুইটার, আলিবাবা, ডেল টেকনোলজিস-সহ একাধিক বড় সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে সিলভার লেক পার্টনার্স। করোনা পরিস্থিতির মধ্যেই জিওর সঙ্গে সিলভার লেক পার্টনার্সের এই বিনিয়োগ বড় পদক্ষেপ বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2020 11:21 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Silver Lake-কে স্বাগত...ভারতীয় ডিজিটাল ব্যবস্থা লাভবান হবে এই চুক্তিতে: মুকেশ আম্বানি